
বাংলাদেশ ক্রিকেট দল
মিরপুরে প্রথম ওয়ানডেতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান লিটন। শুরু থেকেই ভারতকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা।
ব্যাট করতে নেমে সাকিবের ঘূর্নি জাদু আর এবাদত হোসেনের গতির সামনে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে গেছে ভারত।
ধাওয়ানকে ফিরিয়ে উইকেটের সূচনা করেন মিরাজ। এরপর সাকিব শো'তে লণ্ডভণ্ড হয়ে যায় ভারতের ইনিংস।
ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে পাঁচ উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। তার বোলিং তোপে ভারতের ব্যাটিং লাইনআপ এলোমেলো হয়ে যায়।
এদিকে ১৭ মাস পর ওয়ানডেতে পাঁচ উইকেটের দেখা পেলেন সাকিব। ভারতের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন সাকিব।
শুধু সাকিবই নয়, বোলিংয়ে আগুন ঝরিয়েছেন এবাদত হোসেনও। ভারতের চার ব্যাটারকে তুলে নিয়েছেন তিনি। ৮.২ ওভার বোলিং করে ৪৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
এদিকে ভারতের হয়ে কেএল রাহুল বাদে কেউই দাঁড়াতে পারেনি এদিন। রাহুলের ৭০ বলে ৭৩ রান ভারতকে ১৮৬ রানের পুঁজি গড়তে সহায়তা করে। রাহুল ছাড়াও রোহিত শর্মা করেছেন ২৯ রান এবং আইয়ার করেছেন ২৪ রান।
এমএম