ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লর্ডসে ব্রডের ১০০

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২৮, ২০ আগস্ট ২০২২

লর্ডসে ব্রডের ১০০

স্টুয়ার্ট ব্রড

ইংল্যান্ড যদি হয় ক্রিকেটের জনক তবে লর্ডস হচ্ছে ক্রিকেটের মক্কাঅনেক ক্রিকেটারই ক্যারিয়ারে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবা পাঁচ উইকেট নিয়ে লন্ডনের এ ঐতিহাসিক ভেন্যুর অনার্স বোর্ডে নাম লেখানোর স্বপ্ন দেখেনসেখানে ১০০ উইকেট নেয়া বড় কৃতিত্বেরইতিহাসের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে সেই কীর্তি গড়লেন স্টুয়ার্ট ব্রড

দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে কাইল ভেরেইনাকে আউট করে লর্ডসে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন অভিজ্ঞ এ ডানহাতি পেসারশেষ পর্যন্ত ৭১ রান দিয়ে তার শিকার ৩ উইকেটব্রডের আগে লর্ডসে ১০০ উইকেট নিয়েছেন কেবল তারই বর্তমান সতীর্থ জেমস এ্যান্ডারসনইংল্যান্ড টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৬৫৮ উইকেটের মালিক ১১৭ উইকেট নিয়েছেন ক্রিকেটের মক্কায়এখানে তৃতীয় সর্বোচ্চ ৬৯ আছে সাবেক গ্রেট স্যার ইয়ান বোথামের

ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫৫ উইকেট ব্রডেরটেস্ট ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটা অবশ্য শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলিধরনেরকলম্বোর সিংহলিজ স্পোর্টস মাঠে (এসএলসি) তিনি নিয়েছেন ১৫৬ উইকেটএকশর বেশি শিকার আছে তার আরও দুটি ভেন্যুতে, গলে ১১১ ও ক্যান্ডিতে ১১৭সাবেক এ কিংবদন্তি স্পিনারই টেস্ট ইতিহাসের একমাত্র বোলার যার ঝুলিতে রয়েছে রেকর্ড ৮০০ উইকেট!

×