ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুশীলন শুরু সাকিবের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৬, ১৪ আগস্ট ২০২২

অনুশীলন শুরু সাকিবের

সাকিব

জিম্বাবুইয়ে সফর শেষ করে সবেমাত্র ক্রিকেটাররা ফিরেছেনতবে এই সফরে ছিলেন না বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানআগেই সফরটি থেকে ছুটি নিয়ে তিনি দেশে, আরব আমিরাতে এবং যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছেন এবং বিভিন্ন বিজ্ঞাপন চিত্রের কাজে অংশ নিয়েছেনসর্বশেষ একটি বেটিং প্রতিষ্ঠানের নিউজ পোর্টালের সঙ্গে বিশাল অঙ্কের চুক্তিতে শুভেচ্ছা দূত হন এবং বিতর্কের সূত্রপাত ঘটানঅনেক বিতর্ক আর জল্পনা-কল্পনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তাদের তিনি বোঝাতে সক্ষম হন ভুলক্রমে চুক্তি করেছেন এবং ভবিষ্যতে এই ভুল করবেন নাতাতেই আবার টি২০ দলের অধিনায়ক হয়েছেন সাকিবশনিবার তাই বিসিবি কর্তাদের সঙ্গে আলোচনার পর সব ধরনের জল্পনার অবসান ঘটেছেবিসিবি, বাংলাদেশের ক্রিকেট যেমন ভারমুক্ত, এখন তারচেয়েও নির্ভার সাকিবতাই রবিবার সকালেই তিনি নেমে পড়েছেন অনুশীলনেআসন্ন এশিয়া কাপ টি২০ আসরের জন্য মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম ও রানিং করেছেন সাকিব২৩ আগস্ট এশিয়া কাপের জন্য আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের

এ বছরের শুরু থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে টানা ব্যস্ততা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলেরসম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরে মাত্র ৫ দিনের বিরতি পেয়েছেন তারাএরপর জিম্বাবুইয়ে সফরে ৩টি করে ওয়ানডে ও টি২০ ম্যাচের সিরিজ খেলতে হয়েছেসেই সিরিজ শেষে ২ দিন আগে দেশে ফিরেছেন ক্রিকেটাররাআনুষ্ঠানিক অনুশীলন থেকে তারা আপাতত ছুটি পেয়েছেনএমনকি, প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ এ্যালান ডোনাল্ডসহ কোচিং স্টাফের সবাই আছেন ছুটিতেযদিও ব্যাটিং কোচ জেমি সিডন্স দেশেই ফিরেছেনযারা ছুটিতে আছেন, তারা ১৯ আগস্ট বাংলাদেশে আসবেনএর পরই ৩-৪ দিনের দলগত অনুশীলন হতে পারেযদিও এর আগেই ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের অনেকেই অনুশীলন শুরু করে দেবেনএশিয়া কাপের প্রস্তুতি শুরু করবেন ক্রিকেটাররাটানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের বিশ্রাম নেয়ার ওপরেও জোর দিচ্ছে বিসিবিএশিয়া কাপের মতো বড় আসরের আগে তাই খুব বেশি দলগত অনুশীলন হবে না

২৭ আগস্ট মাঠে গড়াবে এশিয়া কাপ, বাংলাদেশের প্রথম ম্যাচ শারজায় আফগানিস্তারের বিপক্ষে ৩০ আগস্টতাই যথেষ্ট সময় আছে নিজেদের গুছিয়ে নেয়ার২৩ আগস্ট বাংলাদেশ দল আরব আমিরাত গিয়ে বেশ কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবেএ ছাড়া ২টি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ রয়েছে

অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই সাকিব ওয়ানডে সিরিজ খেলেননিতারপর থেকেই তিনি মাঠের বাইরে, খেলারও বাইরেতবে এশিয়া কাপে সাকিব হয়েছেন টি২০ অধিনায়কঅনেক বিতর্ক তৈরি করেও শেষ পর্যন্ত তাকেই নেতৃত্ব দিয়েছে বিসিবি আগামী টি২০ বিশ^কাপ পর্যন্তশনিবার তার সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত হয়েছে এবং নির্বাচকরাও তার মতামত নিয়ে দল ঘোষণা করেছেন এশিয়া কাপেরসব সঙ্কট কাটিয়ে তাই ভারমুক্ত সাকিবশনিবার ভোররাতে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নিশ্চুপ ছিলেন, বিমানবন্দর থেকে অস্বস্তি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বলেই বাসায় গেছেন

আর শনিবার বিকেলে বিসিবির ঘোষণায় নিজে ফিরেছেন স্বস্তিতেভারমুক্ত সাকিব তাই খেলায় ফেরার প্রক্রিয়া শুরু করেছেনপ্রায় এক মাসের বেশি সময় খেলার বাইরে তিনিরবিবার এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাই সাকিবজাতীয় দলের আর কোন ক্রিকেটার অনুশীলনে নামেননিএদিন নিজের ফিটনেসটাই মূলত পরখ করেছেন সাকিবজিম করেছেন কিছুক্ষণ, তারপর রানিং করে সমাপ্তি টেনেছেন

 

×