ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছোট পর্দায় ঈদের নাটকের ব্যতিক্রমী চমক

প্রকাশিত: ০০:৪১, ১ মে ২০২২

ছোট পর্দায় ঈদের নাটকের ব্যতিক্রমী চমক

সংস্কৃতি প্রতিবেদক ॥ ঈদ উপলক্ষে প্রতিটি টিভি চ্যানেল সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। তবে এসব অনুষ্ঠানগুলোর মধ্যে দর্শকের চোখ বরাবরই থাকে টিভি নাটকের দিকে। চ্যানেলগুলোও এদিক থেকে পিছিয়ে নেই। এবার ঈদেও টিভি চ্যানেলগুলোতে সিঙ্গেল নাটকের পাশাপাশি থাকছে সাত পর্বের ধারাবাহিক নাটক। প্রতিটি চ্যানেলে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, তাসনিয়া ফারিন, কেয়া পায়েল, নিলয়, জোভানসহ আরও অনেক তারকার নাটক দেখা যাবে। তবে ইয়াং তারকারই ঈদের নাটকে এগিয়ে আছে বলে জানা যায়। ঈদে আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফাকে দেখা যবে ‘নূরুল আলমের বিয়ে’ শিরোনামের নাটকে। ‘বিরহী বাবু’ ‘রঙিন কাঁচের জানালা’ ‘ফাঁকা মাঠে গোল’ টেলিছবিতে থাকছেন জাহিদ হাসান। চঞ্চল চৌধুরীকে দেখা যাবে ‘হারাধনের একটি বাগান’ ও ‘সুশীল ফেমিলি’সহ কয়েকটি নাটকে। ‘আজহার গাজী’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে দেখা যাবে শহিদুজ্জামান সেলিম-অহনাকে। তাহসান ও মিম ‘বিষ নিঃশ্বাস’সহ থাকছেন আরও দুটি নাটকে। মোশাররফ করিমকে ‘জামাই রাজা’, ‘পানের দোকান’, প্রেমের হাট’, লাইলি মজনুর প্রেম’, ‘গনি সাহেবের শেষ কিছুদিন’সহ বেশ কিছু নাটকে দেখা যাবে। ‘শেষ দেখা’, ‘চম্পা হাউজ’, ‘রোমিও জুলিয়েট’সহ কয়েকটি নাটকে দেখা যাবে আফরান নিশোকেও। অপূর্বকে দেখা যাবে ‘বিবাহ করিতে ইচ্ছুক’ ‘প্রিয়জন’, ‘স্পাই লাভ’, ‘কানকথা’সহ আরও কয়েকটি নাটকে। মুশফিক ফারহান ও কেয়া পায়েলের কয়েকটি নাটক হচ্ছে ‘সুইট কাপল’, ‘ওয়েডিং ক্রাশ’। মেহজাবীন অভিনীত কয়েকটি নাটক হলো ‘চম্পা হাউজ, ‘পশ্রয়’, ‘ম্যাটিনি শো’। তানজিন তিশাকে দেখা যাবে ‘অচেনা প্রেম’, ‘লাভ ট্রিপ’ ‘দ্য বস’সহ আরও কয়েকটি নাটকে। এবার দীর্ঘ সময় ঈদের নাটকের মধ্য দিয়ে পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী শখ। তার অভিনীত নাটকটি হলো-‘ফাটাফাটি প্রেম’। ঈদ উৎসব মানেই দেশের অন্যতম প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে তারকাবহুল নাটক ও গানের পসরা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এই ঈদে প্রতিষ্ঠানটি হাজির হচ্ছে ১৭টি বিশেষ নাটক। যাতে অভিনয় করেছেন এক ডজনেরও বেশি তারকাশিল্পী। তারকাই নয়, রয়েছে গল্প ও নির্মাণ বৈচিত্র। যা ধারাবাহিকভাবে ঈদের আগে থেকেই উন্মুক্ত হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। এমনটাই নিশ্চিত করেছেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু। সিএমভি প্রযোজিত নাটকের তালিকায় রয়েছে মহিদুল মহিম পরিচালিত আফরান নিশো-মেহজাবীন অভিনীত ‘যাদু’, অপূর্ব-সাবিলা অভিনীত ও জাকারিয়া সৌখিন নির্মিত ‘ডিগবাজি’, মহিদুল মহিম পরিচালিত একই জুটির ‘প্রিয়জন’, একই পরিচালকের অপূর্ব-মেহজাবীন অভিনীত ‘উড়ো প্রেম’, জোভান-তানজিন তিশার ‘লাভ ট্রিপ’, অনন্য ইমন পরিচালিত জোভান-মেহজাবীনের ‘গ্রেট গার্লফ্রেন্ড’, রুবেল হাসান পরিচালিত অপূর্ব-মেহজাবীনের ‘মিস্টার অভিনেতা’, জাকারিয়া সৌখিন পরিচালিত জোভান-কেয়া পায়েলের ‘চমন বাহার’, একই পরিচালকের ফারহান-তিশা অভিনীত ‘ওয়েডিং ক্রাশ’, শিহাব শাহীনের পরিচালনায় অপূর্ব-সাবিলার ‘অঘটন’, একই পরিচালকের ইয়াশ-মেহজাবীন অভিনীত ‘মিম্মি’, ইমরাউল রাফাতের নির্মাণে মোশাররফ করিম-মৌসুমী মৌয়ের ‘বস’, একই অভিনেতার এসআর মজুমদারের নির্মাণে ‘বউয়ের বয়স ১৬’, আর এম রিংকুর পরিচালনায় তৌসিফ-তিশার ‘অচেনা প্রেম’, একই পরিচালকের অপূর্ব-কেয়া পায়েল জুটির ‘রং ঢং’, মুরসালিন শুভর পরিচালনায় অপূর্ব-সাবিলার ‘আপনজন’ এবং মাহমুদ মাহিনের নির্মাণে ফারহান-ফারিণের ‘লাস্ট লাভ’। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, এখন দর্শক আসলে গল্পের চমক দেখতে চায়। আমরা এবার সেই চেষ্টাই করেছি। দেশের শীর্ষ তারকাদের নিয়ে ভিন্নধর্মী কয়েকটি গল্প বলার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি, সেরা অভিনয়শিল্পী, মানসম্পন্ন গল্প এবং মেধাবী নির্মাতার সমন্বয়ে ভাল কিছু সম্ভব। তারই প্রতিচ্ছবি মিলবে সিএমভির এবারের আয়োজনে। জানা গেছে, এতসংখ্যক তারকাবহুল নাটক এই ঈদে আর কোনও ব্যানার থেকে নির্মাণ হয়নি। এদিকে একই ব্যানার থেকে সম্প্রতি প্রকাশ পেয়েছে ইমরান-সাবিলা নূরের প্রথম মিউজিক ভিডিও ‘তুমি আমি’। যা বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশের দর্শকের কাছে নিলয় ও হিমি জুটির নাটক এই সময়ে বেশ চাহিদা তৈরি হয়েছে। যে কারণে প্রযোজকদের যেমন আগ্রহ বেড়েছে তাদের নিয়ে নাটক নির্মাণের ঠিক তেমনি পরিচালকরাও ভীষণ আগ্রহ নিয়ে তাদের নিয়ে নাটক নির্মাণ করছেন।
×