
ছবি: প্রতীকী (সংগৃহীত)
মঙ্গল গ্রহে মানুষ অবতরণ করবে কোথায়—সে প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এবার সেই গবেষণার ফলেই উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য। মঙ্গলের ‘অ্যামাজনিস প্লানিটিয়া’ এলাকাকে মানুষ অবতরণের জন্য সবচেয়ে উপযোগী মনে করছেন গবেষকরা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, অ্যামাজনিস প্লানিটিয়ার তিনটি অঞ্চল—এপি-১, এপি-৮ ও এপি-৯—অবতরণের জন্য সম্ভাবনাময়। তবে এদের মধ্যে ‘এপি-৮’ অঞ্চলটি সবচেয়ে নিরাপদ ও সুবিধাজনক।
গবেষকদলের অন্যতম সদস্য এরিকা লুজ্জি জানান, ‘মঙ্গলে সফলভাবে মানুষ পাঠাতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি ও জ্বালানির সহজলভ্যতা। আমাদের বিশ্লেষণে দেখা গেছে, এপি-৮ এলাকাটির নিচে বরফের উপস্থিতির সম্ভাবনা সবচেয়ে বেশি। বরফ থেকেই পাওয়া যাবে প্রয়োজনীয় পানি ও রকেট জ্বালানি তৈরির উপাদান।’
গবেষকরা উচ্চ রেজুল্যুশনের ছবি ও ভূতাত্ত্বিক মানচিত্র বিশ্লেষণ করে এই এলাকাগুলো নির্বাচন করেছেন। তারা জানান, নির্দিষ্ট এলাকাগুলোতে তুলনামূলকভাবে সমতল ভূখণ্ড রয়েছে, যা একটি মহাকাশযানের নিরাপদ অবতরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, শুধু বিজ্ঞানীরাই নন, মঙ্গলে মানুষের বসতি স্থাপনে আগ্রহী টেসলা, স্পেসএক্স ও এক্স (আগে টুইটার)-এর মালিক ইলন মাস্কও। তার প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে মঙ্গলে মানববসতি স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।
লাল গ্রহ মঙ্গল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আর সেই কৌতূহল বাস্তবে রূপ দিতে বিজ্ঞানীরা এখন অবতরণস্থল ঠিক করাসহ নানা বাস্তবধর্মী বিষয় নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
রাকিব