
প্রতীকী ছবি।
ডার্ক ওয়েব একটি বিশেষ নেটওয়ার্ক, যা সাধারণ ওয়েব ব্রাউজিং থেকে একেবারেই আলাদা। ডার্ক ওয়েবের সাহায্যে সাধারণত বিভিন্ন ধরনের জালিয়াতি হয়ে থাকে। যেমন কারেন্সি এক্সচেঞ্জ, ক্রিপ্টোকারেন্সি ক্রয়, ব্লগিং প্ল্যাটফর্ম।
কেউ যদি ডার্ক ওয়েব ব্যবহার করে আপনার ফোন, ল্যাপটপ হ্যাক করার চেষ্টা করে, তাহলে তার কাছে সেটি খুব একটি কঠিন কাজ হবে না। এমন কী খুব সহজেই আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য তার কাছে চলে যাবে। মূলত পরিচয় গোপন রেখে হ্যাকাররা শুরু করেছিল ডার্ক ওয়েবের ব্যবহার।
সাধারণত যখন কোনো ব্রাউজার দিয়ে কোনও ওয়েবসাইট খোলা হয়, তখন এই সব ওয়েবসাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনে নথিবদ্ধ থাকে। তবে ডার্ক ওয়েবের ক্ষেত্রে তা হয় না। এতে কোনও ব্রাউজার কাজ করে না।
ডার্ক ওয়েবের সাহায্যেই অবৈধ কার্যকলাপ এবং আইনি অপরাধ, যেমন ড্রাগস, হ্যাকিং পরিষেবা, চুরি এবং অন্যান্য কাজ হয়। কোনো সাধারণ মানুষ সেটিতে ভিজিট করা মাত্রই তাকে সমস্যায় ফেলতে পারে।
এসআর