
বাউফল উপজেলার বগা বন্দরের ভূমি অফিসের ১৫০ ফুট দূরে সরকারি খাস জমিতে বসতঘর নির্মাণ করছেন পতিত আওয়ামী লীগের এক দোসর।বগা বন্দরের মো. ফারুক হোসেন শরীফ (৪৫) সরকারি জমিতে এ বসতঘর নির্মাণ করছেন। তাঁর পিতার নাম মেনাজ উদ্দিন শরীফ।
জানা গেছে, বগা বন্দরের ভূমি অফিসের অদূরে উত্তর পাশের সরকারি খাস জমিতে ৩ বছর আগে ক্ষমতার প্রভাব দেখিয়ে পাকা বসতঘর নির্মাণ করেন ফারুক শরীফ।এরপর ওই খাস জমিতে কোনো কাজ না করার জন্য নিষেধ করেন বগা ভূমি অফিসের সংশ্লিষ্টরা।
কিন্তু ফারুক শরীফ সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে শ্রমিক দিয়ে সরকারি জায়গায় পাকা ঘরের সঙ্গে নতুন করে পাকা বারান্দা ও বাথরুম নির্মাণ করছেন।স্থানীয়রা বাধা দিলে তাঁদেরকে নানা ধরনের ভয়ভীতি দেখান।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, "ফারুক শরীফ প্রভাবশালী হওয়ায় আমরা এ ব্যাপারে কিছু বলতে সাহস পাচ্ছি না।"
অভিযুক্ত ফারুক শরীফ বলেন, "আমরা ৭০ বছর পর্যন্ত এই জমি ভোগ দখল করে আসছি। এস.এ জরিপে আমাদের রেকর্ড থাকলেও বি.এস.এ জরিপে এই জমি খাস দেখিয়েছে। এখন আমরা আদালতের দ্বারস্থ হব।"
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি কেটে দেন।
আফরোজা