ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আমরা এসব দেশের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না:ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

প্রকাশিত: ১৩:৩৭, ৯ মে ২০২৫; আপডেট: ১৩:৩৮, ৯ মে ২০২৫

আমরা এসব দেশের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না:ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে উভয় দেশকে সংঘর্ষ এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে তিনি স্পষ্ট করেছেন, এই দুটি পরমাণু শক্তিধর দেশের ওপর যুক্তরাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নেই এবং এদের মধ্যে যুদ্ধ বেধে গেলে তা "আমাদের কোনো ব্যাপার নয়।"

বৃহস্পতিবার ফক্স নিউজের ‘দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, “আমরা চাই বিষয়টি যত দ্রুত সম্ভব শান্ত হোক। কিন্তু আমরা এসব দেশের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না। আমরা শুধু উৎসাহ দিতে পারি যেন তারা উত্তেজনা কিছুটা কমায়। তবে এমন কোনো যুদ্ধে আমরা জড়াতে যাচ্ছি না, যা আমাদের সরাসরি কোনো স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।”

যুক্তরাষ্ট্রের কাছে ভারত একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার, বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায়। অন্যদিকে, আফগানিস্তান থেকে ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর পাকিস্তানের কূটনৈতিক গুরুত্ব কিছুটা হ্রাস পেলেও দেশটি এখনো যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবেই বিবেচিত।

বিশ্লেষক এবং সাবেক কিছু কূটনীতিক মনে করছেন, ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে কূটনৈতিক জট খুলতে যুক্তরাষ্ট্রের ব্যস্ততা বাড়ায় দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তানের উত্তেজনার শুরুতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপে অনাগ্রহী থাকতে পারে।

গত বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে পাকিস্তান ও ভারত একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তোলে। এদিন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দেন, পাল্টা জবাব এখন প্রায় ‘নিশ্চিত’। দুই দিনের এই সংঘাতে প্রায় চার ডজন মানুষের মৃত্যু হয়েছে।

চলমান উত্তেজনার সূচনা ঘটে ২২ এপ্রিল, যখন ভারতশাসিত কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। ভারত এর জন্য ইসলামাবাদকে দায়ী করে, যদিও পাকিস্তান তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, “আমাদের আশা ও প্রত্যাশা হলো, বিষয়টি আর বাড়বে না এবং কোনো আঞ্চলিক যুদ্ধ বা, আল্লাহ না করুন, পরমাণু সংঘর্ষে রূপ নেবে না।”

যুক্তরাষ্ট্র গত কয়েক দিনে নিয়মিত ভারত ও পাকিস্তানের সঙ্গে আলোচনা করেছে। বৃহস্পতিবারও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেন এবং সরাসরি আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মন্তব্য করেন, “উত্তেজনা বাড়াটা সত্যিই দুঃখজনক। আমি আশা করি, দু’দেশ এখনই থেমে যাবে। অনেক হয়েছে, এবার ‘টিট ফর ট্যাট’ বন্ধ করা দরকার।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও উভয় পক্ষকে একটি ‘দায়িত্বশীল সমাধান’-এর দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

 

 

 

সূত্র:https://tinyurl.com/y52mx94s

আফরোজা

×