ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

১৪০০ বছর পরও অক্ষত মহানবী (সা.)-এর পবিত্র জুব্বা

প্রকাশিত: ০৯:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

১৪০০ বছর পরও অক্ষত মহানবী (সা.)-এর পবিত্র জুব্বা

ছবি: সংগৃহীত

বিশ্বের কোটি কোটি মুসলমানের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত জুব্বা এখনও সংরক্ষিত রয়েছে তুরস্কে। দীর্ঘ শতাব্দী ধরে অতি যত্নসহকারে সংরক্ষিত এই পোশাক মুসলিম উম্মাহর জন্য এক অনন্য নিদর্শন।

তুরস্কের ইস্তাম্বুল শহরের ‘হিরকা-ই-শেরিফ’ মসজিদে এই পবিত্র জুব্বাটি সংরক্ষিত রয়েছে। প্রতিবার রমজান মাসে বিশেষ আয়োজনে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। লাখো ধর্মপ্রাণ মুসলমান এই ঐতিহাসিক নিদর্শন দেখতে সেখানে ভিড় করেন।

ইতিহাস অনুযায়ী, নবীজি (সা.) তাঁর সাহাবি ওআইস আল-কারনি (রহ.)-কে এই জুব্বাটি উপহার দেন। পরে এটি কারনি (রহ.)-এর বংশধরদের মাধ্যমে সংরক্ষিত থেকে বর্তমান তুরস্কে পৌঁছায়। উসমানীয় সুলতানরা একে বিশেষ মর্যাদার সঙ্গে রক্ষা করেন এবং পরে ইস্তাম্বুলে নিয়ে আসেন।

এই জুব্বাটির সংরক্ষণে রয়েছে কঠোর নিরাপত্তা ও বিশেষ যত্ন। সুনির্দিষ্ট নিয়ম অনুসারে এটি সংরক্ষণ করা হয়, যাতে এটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

প্রতি বছর রমজানে এই পবিত্র জুব্বা দর্শনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তুরস্কে আসেন অসংখ্য মুসলিম দর্শনার্থী। এটি শুধু ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশই নয়, বরং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য একটি আধ্যাত্মিক অনুভূতির উৎস।

শিলা ইসলাম

×