ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজির স্বাধীনতা চাইনি: নাহিদ ইসলাম

আরিফুর রহমান, খুলনা

প্রকাশিত: ২১:৪৪, ১১ জুলাই ২০২৫

নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজির স্বাধীনতা চাইনি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আপনাদের আবারো মাঠে নামতে হবে। আজকে যেভাবে চাঁদার জন্য একজনকে বীভৎসভাবে হত্যা করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। যারা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে এবং দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

শুক্রবার (১১ জুলাই) খুলনায় পদযাত্রা শেষ  শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় খুলনার বিষয়ে বলেন, খুলনা একটা সময় শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠেছিল। তা এখন ধ্বংসপ্রায়। একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানকে পুনরায় চালু করতে হবে দেশের স্বার্থে।
নাহিদ ইসলাম সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে বলেন, সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঢাল হিসেবে সব সময় রক্ষা করছে। নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করেছে এই বন। এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে। 

তিনি ছাত্র-জনতা ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র জনতা ও শ্রমিকদের রাজপথে থাকতে হবে। গণঅভ্যুত্থানের পরেও জাতীয় নাগরিক পার্টি মাঠে রয়েছে,  আগামীতেও থাকবে। নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজির স্বাধীনতা চাইনি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে এক সময় যেমন রাজপথে নেমেছিল জনগণ, তেমনি আজও প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন হলে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আবারও রাজপথে নামবো।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় খুলনার পথসভায় দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদার জন্য একজন মানুষকে বিভৎস্যভাবে হত্যা করা হয়েছে। ৫ই আগষ্টের পর এই স্বাধীন বাংলাদেশে আমরা দেখতে চাই নি। বিএনপির ত্যাগী নেতাকর্মীরাও আজ অবহেলিত ও বঞ্চনার শিকার। ফ্যাসিষ্টদের বিরুদ্ধে আন্দোলন আমাদের এখনো শেষ হয়নি। দখলবাজ,  চাঁদাবাজ আর অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। বিচার, সংস্কারসহ জুলাই গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে।
আয়োজিত এ পথসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া খুলনার সংগঠকরা এ পথসভায় উপস্থিত ছিলেন।

Jahan

×