ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

আমাদের দল ৩০০ আসনেই নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে

প্রকাশিত: ১৯:৫৫, ১৪ জুন ২০২৫

আমাদের দল ৩০০ আসনেই নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “আসন্ন জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ নির্বাচন হবে।”

শনিবার (১৪ জুন) বিকেলে ঝিনাইদহে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খান ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “চাঁদাবাজ, ভূমিদখলকারী, মাফিয়াতন্ত্রে যুক্ত ব্যক্তি কিংবা ফ্যাসিবাদে সংশ্লিষ্ট কাউকে নয়—ভোট দিতে হবে সৎ, পরিচ্ছন্ন ভাবমূর্তিসম্পন্ন প্রার্থীদের।”

তিনি জানান, গণ অধিকার পরিষদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন—ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হানসহ স্থানীয় নেতাকর্মীরা।

শিহাব

×