ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নড়াইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার মিছিল

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ১৯:৪৪, ৯ মে ২০২৫

নড়াইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার মিছিল

ছবিঃ প্রতিবেদক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা। শুক্রবার (৯ মে) বিকালে নড়াইল-ঢাকা সড়কের মালিবাগ এলাকায় বিপ্লবী ছাত্রজনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সিমাখালী এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সড়কের উপর কিছু সময় অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় সড়কের দু পাশে অল্প সময়ের জন্য সামান্য যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে তাদেরকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিতে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, চব্বিশের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিষয়ে এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আজকে নয় মাস পরেও আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে। ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে সরকার অযথা টালবাহানা করতে চাচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হচ্ছে না। এসব নাটক এদেশের ছাত্র-জনতা মেনে নিবেনা। জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার। এবং আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না।

এ সময় উপস্থিত ছাত্র-জনতা ‘ব্যান করো ব্যান করো, গণহত্যাকারী আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ এবং ‘ওয়ান টু থ্রি ফোর’, ‘আওয়ামী লীগ নো মোর’ সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

আরশি

×