ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বেগম জিয়ার কাছে দেশি-বিদেশি অনেক প্রস্তাব ছিল, কিন্তু তিনি আপস করেন নাই: প্রিন্স

প্রকাশিত: ১২:৪৪, ৭ মে ২০২৫; আপডেট: ১২:৪৪, ৭ মে ২০২৫

বেগম জিয়ার কাছে দেশি-বিদেশি অনেক প্রস্তাব ছিল, কিন্তু তিনি আপস করেন নাই: প্রিন্স

ছবি: সংগৃহীত।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “বেগম খালেদা জিয়ার কাছে দেশি-বিদেশি নানা প্রস্তাব এলেও তিনি কখনো আপোষ করেননি।” সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশের রাজনীতির মুকুটহীন সম্রাজ্ঞী, গণতন্ত্রের রাজকন্যা হিসেবে অভিষিক্ত হয়েছেন। এরশাদ থেকে শেখ হাসিনা — কেউই তাকে দমাতে পারেনি, বারবার আপোষের প্রস্তাব এসেছে, কিন্তু তিনি জনগণের অধিকার ও দেশের স্বার্থের সঙ্গে কখনো আপোষ করেননি।”

এমরান সালেহ প্রিন্স দাবি করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় এরশাদ সরকারের পক্ষ থেকেও বেগম জিয়াকে নানা সুবিধা দিয়ে ‘ম্যানেজ’ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। আওয়ামী লীগ আমলেও একই ধরনের আপোষের প্রস্তাব আসে, এমনকি ২০১৮ সালের আগেও এমন অনেক চক্রান্তের অংশ তিনি ছিলেন — যেখানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে ‘কফিনে বন্দী’ করার ষড়যন্ত্র চলছিল।

“তিনি জানতেন তার পরিণতি কী হতে পারে, তবু তিনি আপোষ করেননি,”— বলেন বিএনপি নেতা।

তিনি আরও বলেন, “দেশবাসী আজ তার এই আপোষহীন মনোভাবের মূল্যায়ন করেছে। রাজধানী ঢাকায় বেগম জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে সাধারণ মানুষের যে গণজোয়ার দেখা গেছে, তা ছিল অভূতপূর্ব। বৃদ্ধ-বৃদ্ধা, গৃহবধূ থেকে শুরু করে গুলশানের অভিজাত মহিলারাও হাতে রজনীগন্ধা নিয়ে তাকে স্বাগত জানিয়েছেন।”

এমরান প্রিন্স মনে করেন, “এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে আজকের সংবর্ধনা কেবল বিএনপির নেতা-কর্মীদের ছিল না, এটি ছিল বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।”

নুসরাত

আরো পড়ুন  

×