ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বৈষম্যমুক্ত কল্যাণকর রাষ্ট্র কায়েম জনপ্রত্যাশিত: ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশিত: ২২:২২, ২ মে ২০২৫; আপডেট: ২২:২২, ২ মে ২০২৫

বৈষম্যমুক্ত কল্যাণকর রাষ্ট্র কায়েম জনপ্রত্যাশিত: ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম

জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের এমপি প্রার্থী, ইউরোপ ও যুক্তরাজ্য জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আগামীতে বৈষম্যহীন, কল্যাণকর রাষ্ট্র কায়েম এখন জনপ্রত্যাশিত হয়ে পড়েছে। এদেশে অনেক দলই শাসন করেছে, কিন্তু কেউ কথা রাখেনি। যে সরকারই ক্ষমতায় এসেছে, তারাই দেশের সম্পদ লুট করেছে। তাই বেগমপাড়ার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, একটি শোষণহীন, চাঁদাবাজিমুক্ত, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টায় উপজেলার শোল্লা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর শোল্লা ইউনিয়নের কর্মী ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীদের সবচেয়ে বেশি নির্যাতন করেছে আমাদের দেশেরই কিছু দলের নেতাকর্মীরা। এ দেশ সকল জাতি, ধর্ম, বর্ণের মানুষের। তাদের জান-মালের নিরাপত্তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা দেশের সকল শ্রেণির মানুষের জন্য কাজ করছি। একটি দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পাঁচ বছরের বেশি সময় লাগে না। আপনাদের নিয়েই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ব।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে শিক্ষার্থীদের দক্ষ ও কর্মঠ করে গড়ে তোলার ব্যবস্থা করা হবে, যাতে তারা উচ্চশিক্ষার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে পারে। তাছাড়া, কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষণের মাধ্যমে দেশের কৃষিতে আমূল পরিবর্তন আনা হবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, নবাবগঞ্জ উপজেলা (পূর্ব) জামায়াতের আমির অ্যাডভোকেট মাওলানা ইব্রাহিম খলিল, জামায়াতের সাবেক থানা আমির মো. মিনহাজ উদ্দিন, শিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক মো. আব্দুল কাদের এবং নবাবগঞ্জ উপজেলা (পূর্ব) সহকারী সেক্রেটারি মামুনুর রশিদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোল্লা ইউনিয়ন জামায়াতের আমির, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবাবগঞ্জ উপজেলা (পূর্ব) সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী।

এছাড়াও মাওলানা মোকাররম হোসেন, মাওলানা আবুল কালাম আজাদসহ থানা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

এম.কে.

আরো পড়ুন  

×