ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আ.লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়: আখতার

প্রকাশিত: ২১:৩০, ২ মে ২০২৫

আ.লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়: আখতার

ছবি: সংগৃহীত।

যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায় বলে প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, আপনাদের কাছে প্রশ্ন, যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? সেই ৫ আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগের নামে মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (২ মার্চ) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এনসিপির এ নেতা বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আওয়ামী লীগের নাম নিবন্ধনের খাতা থেকে কেটে দিতে হবে।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস করেছে, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আগের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না। আপনারা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের ম্যানডেট নিয়ে আপনারা সরকারে বসেছেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠা করেছিল, তারা বাংলাদেশে ফের স্বৈরাচারের রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের দোসর তারাই যারা রাজনৈতিক দল, সুশীল, সাংবাদিক হতে পারে- তাদের সবার বিষয়ে হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।

নুসরাত

আরো পড়ুন  

×