
ছবি: সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগে তাজউদ্দিন পরিবার ও শেখ পরিবারের প্রয়োজন থাকলেও, দলের অভ্যন্তরে জাতীয় চার নেতার পরিবারের প্রতি শেখ হাসিনার ক্ষোভ রয়েছে। বিশেষ করে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জাতির নীরবতা নিয়ে তার অসন্তোষ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সোহেল তাজ আরও বলেন, আওয়ামী লীগের বর্তমান অবস্থার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরাই দায়ী। চ্যানেল আইতে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এই মন্তব্য করেন।
আসিফ