ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

আমরা ভারতে চিকিৎসা করতে না গেলে ওদের হাসপাতালই বন্ধ হয়ে যাবে: রিজভী

প্রকাশিত: ০৯:৩২, ৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৯:৩৬, ৮ ডিসেম্বর ২০২৪

আমরা ভারতে চিকিৎসা করতে না গেলে ওদের হাসপাতালই বন্ধ হয়ে যাবে: রিজভী

আমরা আসলে কঠিন দেশ আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে ওদের সুপারমার্কেট বন্ধ হবে ওদের দোকানপাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না । বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে অবিরাম অপ্র্যাচার চলছে । হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না । তারা এই দেশের কোন মঙ্গল কামনা করতে পারে না সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করব করবো। আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে, খাদির শাড়ি পরবে, আমার মা বোনেরা বাংলাদেশের তৈরি যে তাঁত সেই তাঁতের শাড়ি পরবে । ভারতের কোন শাড়ি কিনবে না, ঠিক ভারতের কোন জিনিস কিনবে না ।

যারা অবিরাম ভাবে অবিরাম ভাবে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে আমাদের দেশ দখল করতে চায় চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায় তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না আর আমরা ওরা যদি এই পরিস্থিতি যদি রক্ষা করতে চায় ওরা এই পরিস্থিতি চায় তাহলে ওদের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে না । তারা যদি ভিসা বন্ধ করে দিতে চায় ওদের ক্ষতি হবে কারণ আমাদের বিলিয়ন ডলার আর পাচার হবে না। ভারত থেকে ফেন্সিটি আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না আমরা এবং আমরা যে সমস্ত কৃষিপণ্য আমদানি করি রসুন আদা পেঁয়াজ আমরা যদি আমদানি না করি আমাদের দেশের কৃষকরা আমাদের দেশের মানুষরা তারা নিজেরা উৎপাদন বৃদ্ধি করবে আধা বৃদ্ধি করবে রসুনের চাল চাষ করবে কাঁচা মরিচের চাষ করবে আমরা ওদের মুখামুখী হবে না দেশ স্বয়ংসম্পন্ন হওয়ার উদ্যোগ গ্রহণ করবে এদেশের মানুষ সুতরাং আমাদের কোন ক্ষতি হবে না ক্ষতি হবে ওদের।

×