ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক সভাপতি ওয়াদুদ ভূইয়া
আজ সোমবার দুপুর ১২টায় মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির হাতেই দেশ ও জনগণ নিরাপদ।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, নাছির আহাম্মদ চৌধূরী, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তানজিলা