ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

এভারকেয়ার থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

প্রকাশিত: ২১:১৬, ২ এপ্রিল ২০২৪

এভারকেয়ার থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

খালেদা জিয়া

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৭টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফেরেন তিনি। খালদা জিয়ার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে এদিন বিকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের বরাতে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার মঙ্গলবার রাতে খালেদা জিয়ার বাসায় ফেরার বিষয়টি জানান।

দিদার বলেন, ‘মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া।’

রবিবার (৩১ মার্চ) শেষ রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এক মাসে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হতে হলো সাবেক এই প্রধানমন্ত্রীকে।

প্রসঙ্গত, এর আগে গত ১৩ মার্চ এভার কেয়ারে ভর্তি হন খালেদা জিয়া। শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ মার্চ গুলশানের বাসায় ফেরেন তিনি। 

 

এস

সম্পর্কিত বিষয়:

×