ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

প্রকাশিত: ১৬:৩৫, ১৭ ডিসেম্বর ২০২৩; আপডেট: ১৬:৫৬, ১৭ ডিসেম্বর ২০২৩

নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

জাতীয় পার্টির কার্যালয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। 

রবিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব।

আসনের বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, আমরা ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। এসব আসনে যারা নির্বাচন করছে, তাদের সঙ্গে আমাদের একটা সমঝোতা হয়েছে বা হবে এ রকম একটা অবস্থা আছে। তবে নির্বাচনে আমরা যাচ্ছি এটাই হলো বড় কথা।

চুন্নু বলেন, আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে, চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষ থেকে আমি জাতীয় পার্টির সব প্রার্থীকে অনুরোধ করব, আমরা এ নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচন যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, প্রতিযোগিতামূলক হয়—আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব।

তিনি বলেন, নির্বাচন করার জন্য আমাদের সব প্রার্থীদের আমরা আজকে চিঠি দিচ্ছি এবং তারা যাতে প্রতীক নেয় সেই লক্ষ্যে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে।

 

এস

সম্পর্কিত বিষয়:

×