ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সংসদ নির্বাচনে যেসব প্রার্থীদের নাম ঘোষণা করল জাতীয় পার্টি

প্রকাশিত: ১৮:২৭, ২৭ নভেম্বর ২০২৩; আপডেট: ১৮:৫৬, ২৭ নভেম্বর ২০২৩

সংসদ নির্বাচনে যেসব প্রার্থীদের নাম ঘোষণা করল জাতীয় পার্টি

সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮৯ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান চুন্নু।

জাপার মনোনীত প্রার্থীরা হলেন-

ঢাকা-১৭ এবং‌ রংপুর-৩ আস‌নে দলের চেয়ারম্যান জি এম কা‌দের। ঢাকা-১ অ্যাড. সালমা ইসলাম, ঢাকা-২ শাকিল আহমেদ, ঢাকা-৩ মনির সরকার, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ, ঝালকাঠি-১ মো. রেজাউল হক, মুন্সীগঞ্জ-২ মো. জয়নাল আবেদীন।

বরিশাল-১ সেরনিয়াবাত সেকেন্দার আলী, বরিশাল-২ রঞ্জিত কুমার বাড়ৈ, বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ মো. মিজানুর রহমান, বরিশাল-৫ ইকবাল হোসেন তাপস, বরিশাল-৬ নাসরীন জাহান রত্না, ঝালকাঠি-১ মো. এজাজুল হক, ঝালকাঠি-২ মো. আনোয়ার হোসেন হাওলাদার, পিরোজপুর-১ মো. নজরুল ইসলাম, পিরোজপুর-২ খলিলুর রহমান খলিল, পিরোজপুর-৩ মারশেকুল আজম রবি, পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমীন হাওলাদার।

টাঙ্গাইল-১ মো. আলী, টাঙ্গাইল-২ মো. হুমায়ুন কবীর তালুকদার, টাঙ্গাইল-৩ মো. আব্দুল হালিম, টাঙ্গাইল-৪ মো. লিয়াকত আলী, টাঙ্গাইল-৫ মো. মোজাম্মেল হক, টাঙ্গাইল-৬ মো. আবুল কাসেম, টাঙ্গাইল-৭ জহিরুল ইসলাম জহির, টাঙ্গাইল-৮ মো. রেজাউল করিম। 

উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে গত ২০ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির মনোনয়নপত্র বিক্রি চলে ২৪ নভেম্বর পর্যন্ত। এই সময়ে ১ হাজার ৭৫২ জন জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার