ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

ঢাকায় নিজস্ব রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করলেন লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ১৬:৫৫, ৪ অক্টোবর ২০২৩

ঢাকায় নিজস্ব রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করলেন লিটন

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঢাকাস্থ রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার দুপুরে ঢাকার প্রান্থপথে এনা সার্কুস ইমারতের ৬ষ্ঠ তলা অবস্থিত নতুন কার্যালয়টি উদ্বোধন করেন লিটন। এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে এএইচএম খায়রুজ্জামান লিটন ছাড়াও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম  সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত  জোরওয়ারর্দার, যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি, নাহিদ আক্তার নাহার, মুকুল শেখ প্রমুখ

 

এসআর