ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টি শুধু ক্ষমতার মঞ্চের পরিবর্তন চায় না

প্রকাশিত: ২১:৫৫, ১৭ মার্চ ২০২৩; আপডেট: ২২:৪৭, ১৭ মার্চ ২০২৩

জাতীয় পার্টি শুধু ক্ষমতার মঞ্চের পরিবর্তন চায় না

জি এম কাদের।

জাতীয় পার্টি শুধু ক্ষমতার মঞ্চের পরিবর্তন চায় না বলেছেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

শুক্রবার (১৭ মার্চ) বিকালে গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মহানগর জাতীয় পার্টি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের যে অবস্থা তাতে সামনে অনেক সমস্যা দেখা দেবে। এতে সংঘাতের আভাস দেখা যাচ্ছে। জাতীয় পার্টি শুধু ক্ষমতার মঞ্চের পরিবর্তন চায় না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চাই।

তিনি আরও বলেন, আমরা সব নাগরিকের সমান মর্যাদা ও অধিকার চাই। দেশের উন্নয়ন হচ্ছে বললেও আসলে দেশ পিছিয়ে যাচ্ছে। এ থেকে দেশকে উদ্ধার করতে হবে। আর এটা পারবে শুধু জাতীয় পার্টি। দেশে যে বৈষম্য চলছে তা থেকে আমরা মুক্তি চাই।

জি এম কাদের বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে আর তা এমন পর্যায়ে গেছে যে, এখন রিজার্ভের চেয়ে ঋণ বেশি। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে এমন হয়েছে।

এমএম

×