ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আপসে নয়, সরকারের বিদায় অভ্যুত্থানে

প্রকাশিত: ১৮:১১, ২১ জানুয়ারি ২০২৩

আপসে নয়, সরকারের বিদায় অভ্যুত্থানে

খন্দকার মোশাররফ হোসেন

আওয়ামী লীগ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মোশাররফ বলেন, কেউ আপসে ক্ষমতা ছেড়ে যায় না। অতীতে যেমন গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদকে হটিয়েছে, ঠিক একইভাবে এ সরকার বিদায় নেয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনি বলেন, বিএনপির প্রায় ৬০০ কর্মী গুম হয়েছ। এক হাজারের বেশি মানুষ খুন। এটা জনবিচ্ছিন্ন সরকার। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।

বিএনপির এই নেতা বলেন, দেশের অর্থনীতি ধ্বংসের মুখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানির দাম বেড়েছে। এ মতাবস্থায় জনগণ আওয়াজ তুলেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো সংকটের সমাধান হবে না।

খন্দকার মোশাররফ বলেন, জিয়াউর রহমানের মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে এমন কোনো খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×