ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৭, ১৬ আগস্ট ২০২২; আপডেট: ১৩:০৬, ১৭ আগস্ট ২০২২

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার

চকবাজারে প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। চকবাজার থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। 

চকবাজার থানার উপপরিদর্শক রাজীব কুমার বিশ্বাস বলেন, ভবন মালিক ও প্লাস্টিক কারখানার মালিককে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। তাতে ফখরুদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে। 

এর আগে গতকাল সোমবার দুপুরের দিকে চকবাজারে পলিথিন কারখানায় লাগে। এ ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন- মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)।

এমএইচ

×