ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

স্বর্গ থেকে কমিশনার আনলেও নির্বাচন সুষ্ঠু হবে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:০২, ৬ জুলাই ২০২২

স্বর্গ থেকে কমিশনার আনলেও নির্বাচন সুষ্ঠু হবে না ॥ ফখরুল

ফখরুল

স্বর্গ থেকে নির্বাচন কমিশনার আনলেও নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরমঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেনএক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বিএনপি নির্বাচনে যাবে কি না তা নির্ভর করবে নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হবে কিনা তার ওপরযদি নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হয় তাহলে আমাদের অংশগ্রহণ অবশ্যই দৃশ্যমান হবে

ফখরুল বলেন, আমরা খুব স্পষ্ট করে বলেছি, দেশে যদি একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হয় তাহলে অবশ্যই একটা নির্দলীয় ও নিরপেক্ষ সরকার থাকতে হবেতা নাহলে একেবারে স্বর্গ থেকে নির্বাচন কমিশনার নিয়ে আসলেও সুষ্ঠু নির্বাচন হবে না

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বাস্তবায়ন করা কঠিন কিনা, এমন এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, কঠিন হবে কেন? এটা ইচ্ছার ওপর নির্ভর করছে, কমিটমেন্টের ওপর নির্ভর করছেজনগণের প্রতি কমিটমেন্ট থাকলে তো কঠিন নয়ইতোপূর্বে আমরাই সেটা করে দেখিয়েছিবিএনপি ক্ষমতায় থাকাকালে আমাদের নেতা তকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জিয়া সংবিধান সংশোধন করে জনমতকে মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে যুক্ত করেছেন

দেশে এখন বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার শতভাগ বিদ্যুতের যে কথা বলেছিল আজকের লোডশেডিং প্রমাণ করে সেগুলো বাকসর্বস্ব কথাকুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করার আসল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি করা, এসব করে নিজেদের পকেট ভারি করা, বিদেশে গিয়ে বাড়ি-ঘর তৈরি করাতিনি বলেন, গণতন্ত্র অবরুদ্ধ রেখে হাজারটা পদ্মা সেতু করলেও বর্তমান সরকার জনগণের আস্থা অর্জন করতে পারবে না। 

ভোটারবিহীন নির্বাচন আর করতে দেয়া হবে নাÑ নোমান দেশে ভোটারবিহীন নির্বাচন আর করতে দেয়া হবে না এবং  এমন নির্বাচনে কাউকে অংশগ্রহণও করতেও দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানমঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামনামক একটি সংগঠন আয়োজিত  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন

নোমান বলেন, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবেতাই সবাইকে সরকার পতনের আন্দোলন করতে হবেএ লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবেতিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে

আয়োজক সংগঠনের উপদেষ্টা ড. শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ

সরকারের ত্রাণ তপরতা অপর্য়াপ্তÑ রিজভী সরকারের ত্রাণ তপরতা অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীমঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন

×