ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঐতিহ্যকে ধরে রেখে গরু দিয়েই ধান মাড়াই

রিজওয়ান করিম

প্রকাশিত: ১৪:৪৭, ১৬ নভেম্বর ২০২২; আপডেট: ১৬:২৪, ১৬ নভেম্বর ২০২২

ঐতিহ্যকে ধরে রেখে গরু দিয়েই ধান মাড়াই

গরু দিয়ে ধান মাড়াই

গ্রামবাংলার ঘরে ঘরে নবান্নের আমেজ।  সোনারঙা নতুন ধানের গন্ধে ম ম করছে চারপাশ। গৃহস্তের উঠানে উৎসবমুখর পরিবেশে চলছে ধান মাড়াই!

গরু দিয়েই ধান মাড়াইএখনো অনেকেই পুরাতন ঐতিহ্যকে ধরে রেখে গরু দিয়েই ধান মাড়াইয়ের ব্যবস্থা করেন। এতে স্থানীয় অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।  ফেনীর সোনাগাজী থেকে তোলা। - রিজওয়ান করিম

×