ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

বন্ধ হোক ফিটনেস বিহীন যানবাহন

রবিউল হাসান সাগর

প্রকাশিত: ১৯:২৬, ৭ ডিসেম্বর ২০২৪

বন্ধ হোক ফিটনেস বিহীন যানবাহন

আমাদের দৈনন্দিন যাতায়াতের জন্য অন্যতম প্রধান মাধ্যম হলো পাবলিক বাস। তবে ¤প্রতি এর সেবা ফিটনেস নিয়ে বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। যা আমাদের যাত্রীদের নিরাপত্তা আরামদায়ক যাত্রা থেকে বঞ্চিত করে থাকে। পাবলিক বাসে পুরানো ফিটনেস অনেক ক্ষেত্রে যাত্রীদের জন্য বিপদজনক হয়ে উঠেছে। একদিকে যেমন আধুনিক সুসজ্জিত বাসের অভাব অন্যদিকে পুরানো বাসগুলো যেগুলোর সিট,জানালা এবং দরজা অনেক ক্ষেত্রেই ভেঙে পড়েছে। এর ফলে যাত্রীদের জন্য সঠিক আরাম এবং নিরাপত্তা নেই। দীর্ঘ যাত্রায় বাসের অবস্থা আরও খারাপ হতে থাকে। ফলস্বরূপ বাসের মধ্যে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন অতিরিক্ত গরম, বাতাসের অভাব, বসার জায়গার সংকট এসব সমস্যায় যাত্রীরা মানসিকভাবে বিপর্যস্ত হন। এর পাশাপাশি চলমান বাসগুলো অনেক সময় নিয়মবহির্ভূত ভাবে চলতে থাকে। একপাশে সিটে বসা আরেকপাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের জন্য বাসের ভারসাম্য ঠিক থাকে না। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। কিছু ক্ষেত্রে বাসে দরজা-জানালা খোলা রাখার কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়ে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া যাত্রীদের সঠিক সেবা না পাওয়াও একটি বড় সমস্যা। একজন যাত্রী বাসে উঠলে তার জন্য নিরাপদ, আরামদায়ক স্বাচ্ছন্দ্যময় পরিবহন নিশ্চিত হওয়া উচিত। অথচ বর্তমানে পাবলিক বাসের অবস্থা সেই মান পূরণ করতে পারেনি। কেবল যাত্রীদের ভাড়া নেওয়ার জন্য বাস চলাচল করছে। কিন্তু তাদের নিরাপত্তা, আরাম, কিংবা বাসের সঠিক পরিস্থিতি নিয়ে কেউ ভাবছে না।

এই সমস্যা সমাধানের জন্য দ্রæ কার্যকরী পদক্ষেপ গ্রহন করা উচিৎ। প্রথমত পুরানো বাসগুলোর সংস্কার করতে হবে। যেগুলোর নিরাপত্তা ব্যবস্থা যথাযথ নয়। একই সাথে নতুন বাসের ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন জরুরি। এসব পদক্ষেপে বাসের সিটের অবস্থান, জানালা, দরজা এবং অন্যান্য সব প্রয়োজনীয় বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া বাসের চালকদের আরও প্রশিক্ষিত করা দরকার।যাতে তারা রাস্তার নিয়ম-কানুন মেনে এবং নিরাপত্তা নিশ্চিত করে গাড়ি চালান। একইভাবে যাত্রীদের সচেতনতা বাড়াতে হবে, যেন তারা বাসে ওঠার সময় নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।

আজকের দিনে যেখানে প্রযুক্তি এবং উন্নত পরিষেবা আমাদের হাতের নাগালে সেখানে একটি দেশের পাবলিক পরিবহন ব্যবস্থা পুরনো, অব্যবস্থাপনা নিরাপত্তাহীনতার মধ্যে আবদ্ধ থাকা উচিত নয়। সরকারের উচিত দ্রæ পদক্ষেপ নিয়ে পাবলিক বাসগুলোকে আধুনিকীকরণ এবং সংস্কারের মাধ্যমে সবার জন্য আরও নিরাপদ, আরামদায়ক এবং মানসম্মত সেবা প্রদান করা। এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে পাবলিক বাসে যাত্রীদের যাত্রা আরও নিরাপদ, আরামদায়ক সন্তুষ্টিপূর্ণ হবে। নিরাপদ যাতায়াতের অধিকার সকলেরই। আর আমাদের উচিত এর প্রয়োগ নিশ্চিত করা।

 

শিক্ষার্থী, ঢাকা কলেজ

 

 

×