ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বুয়েটে ‘রাজনীতি বন্ধের’ বিক্ষোভও একটি রাজনৈতিক আন্দোলন

এস এম রাকিব সিরাজী

প্রকাশিত: ২০:৫৮, ২ এপ্রিল ২০২৪

বুয়েটে ‘রাজনীতি বন্ধের’ বিক্ষোভও একটি রাজনৈতিক আন্দোলন

বুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই

‘ছাত্র রাজনীতির প্রয়োজন নেই’ বলে যারা চিৎকার করছেন, সেটিও একটি রাজনৈতিক আওয়াজ। ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করে নিষিদ্ধ রাজনীতিকে বেগবান করার একটি রাজনৈতিক পাঁয়তারা ছাড়া এটি আর কিছুই নয়। পৃথিবীর কোথাও ছাত্র রাজনীতি নেই বলে যে বয়ান দেওয়া হচ্ছে– এটি মূলত গতানুগতিক রাজনীতির বাইরে রাজনীতি সম্পর্কে প্রকৃত ধারণা না থাকা মানুষদের বয়ান।

স্বাধীনতার ৫৩ বছর পরে এসে বাংলাদেশের ছাত্র রাজনীতির ধরন কেমন হওয়া উচিত বা একুশ শতকের বাস্তবতা কিংবা চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র রাজনীতির কার্যক্রম কেমন হওয়া উচিত, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী নাগরিক তৈরি করতে হলে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে

বুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দেশের সেরা এই বিদ্যাপীঠটিতে ‘রাজনীতি’ বন্ধ রাখার পক্ষে যেসব কথাবার্তা বা যুক্তি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। তা পড়ছিলাম। যেখানে বুয়েটে ছাত্র রাজনীতির সুযোগ না দেওয়ার সপক্ষে নানা উদ্ভট যুক্তিতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো সয়লাব হয়ে যাচ্ছে। সেখানে যা বলা হচ্ছে তার নমুনা অনেকটা এরকম– ‘ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা তো বটেই, এশিয়ার দেশ জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতেও নাকি কোনো ছাত্র রাজনীতি নেই!

ওই দেশগুলো দ্রুততম সময়ে অনেক উন্নতি লাভ করেছে এবং উল্লিখিত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনার পরিবেশ, গবেষণার মান অনেক ভালো। ওই সব বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা শিক্ষার্থীরা দেশ গঠনে আমাদের তুলনায় অনেক ভালো এবং অনেক বেশি ভূমিকা রাখছেন।
আরও যুক্তি দিয়ে বলা হচ্ছে, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত নেতা-কর্মীরা পড়াশোনা কিংবা দক্ষতা অর্জন (স্কিল ডেভেলপমেন্ট)  কিংবা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার নীতি-নির্ধারণ (পলিসি মেকিং) সম্পর্কে ঠিক ততটাই অজ্ঞ, রাজনীতির সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিটি যতটা অভিজ্ঞ ইত্যাদি। এসব যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি দাঁড় করানো এই লেখার উদ্দেশ্য নয়।

বরং আমরা মনে করি, যে কোনো বিষয় নিয়ে উন্মুক্ত বিতর্ক ও পরমতসহিষ্ণুতার চর্চা আমাদের সুন্দর একটি সমাধান দিতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি না থাকার যে উদাহরণ দেওয়া হচ্ছে, প্রকৃত অর্থে এটি ভুল উদাহরণ। ছাত্র রাজনীতি বলতে যারা বাংলাদেশ বা উপমহাদেশীয় ধাঁচের রাজনীতিকে বোঝেন, মূলত তারাই বলছেন, অক্সফোর্ড, হার্ভার্ড, এমআইটি কোথাও ছাত্র রাজনীতি নেই।
বাস্তব সত্য হচ্ছে, প্রচারণায় দাবি করা তথ্যগুলো সর্বাংশে ভুল। এটি জানা খুব দুরূহ নয় যে, অক্সফোর্ড, হার্ভার্ড, এমআইটি কিংবা ক্যামব্রিজসহ পৃথিবীর নামকরা সব বিশ্ববিদ্যালয়েই ‘স্টুডেন্ট ইউনিয়ন বা স্টুডেন্ট কেবিনেট’ নামে ছাত্র সংসদ রয়েছে। ঠিক যেমন আমাদের দেশেও অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্র সংসদ রয়েছে। ওইসব ছাত্র সংসদে নিয়মিত ভোট হয়। দায়িত্বের পালাবদলের জন্য প্রতি বছর নির্বাচনও অনুষ্ঠিত হয়। আর নির্বাচন মানেই তো গণতান্ত্রিক রাজনীতির উৎকৃষ্ট উপকরণটির চর্চার সঙ্গে নিজেদের ছাত্রজীবন থেকেই অভ্যস্ত করা।  
শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ছাত্র সংসদের নির্বাচিত নেতৃত্ব ছাত্রছাত্রীদের জন্য কাজ করেন। শিক্ষার্থীদের  দাবি-দাওয়া, সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলে। এটিও কিন্তু  ছাত্র রাজনীতি। বলাবাহুল্য, বুয়েটে ছাত্ররাজনীতি থাকবে, নাকি থাকবে না, এই ইস্যুতে যে আন্দোলন চলমান, এটিও একটি রাজনৈতিক আন্দোলন। আবরার হত্যার বিচার চেয়ে বুয়েটের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিলেন সেটিও রাজনৈতিক আন্দোলন।

দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা অথবা ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ রাখা, এটিও সংবিধান ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধামূলক একটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। সুতরাং পৃথিবীর উন্নত দেশগুলোতে কিংবা উন্নত বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নেই, এটি একটি ভুল ধারণা বা অপপ্রচার।
তবে এটি সত্য যে, ওইসব বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সঙ্গে আমাদের দেশ কিংবা উপমহাদেশের ছাত্র রাজনীতির ফারাক বিস্তর।

এই ফারাক কেন এবং কিভাবে কমানো উচিত বা আদৌ কমানো উচিত কি না, সেটি ভিন্ন একটি বিতর্ক। চলমান ইস্যুতে ছাত্র রাজনীতি না থাকার পক্ষে দ্বিতীয় যে যুক্তিটির কথা আমরা শুনছি তার সঙ্গে আমি বা আমরা সবাই কমবেশি একমত যে, আমাদের ছাত্র রাজনীতির কর্মীরা পড়াশোনা কম করতে চান। দক্ষতা অর্জনে (স্কিল ডেভেলপমেন্ট) কম মনোযোগী। সৃজনশীল চিন্তা (ক্রিয়েটিভ থিংকিং) কম করতে চান। যুক্তির জোরের চেয়ে জোরের যুক্তি বেশি প্রতিষ্ঠা করতে চান। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক সংগঠন এই বিষয়ে মোটামুটি একমত পোষণ করে। এ থেকে উত্তরণের জন্য কী করা উচিত, সেটিও অন্য একটি বিতর্ক।
তাই, ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার চলমান বিতর্কের প্রধান যুক্তিগুলোর সারমর্ম এই দাঁড়ায় যে, ‘মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার আন্দোলন। আপনারা মাথাব্যথার চিকিৎসার কথা না বলে সরাসরি মাথা কেটে ফেলতে চাচ্ছেন! তো, মাথা কেটে ফেললে এর ফল কী হবে! মনে করুন, আপনাদের কথা কিংবা দাবিকে যৌক্তিক ধরে নিয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দল শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে একমত হলো। কোথাও কোনো ছাত্র রাজনীতি নেই।
আপনার ক্যাম্পাসে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের ঝামেলা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মিটমাট করে দেবে। আপনার ক্যাম্পাসে কোনো ফৌজদারি অপরাধ হলে প্রচলিত আইনে বিচার হবে। আপনার ক্যাম্পাসে বড় ধরনের কোনো সংঘাত, বিশৃঙ্খলার আশঙ্কা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হবে। ভালো কথা! কিন্তু যদি সর্ষের ভেতরেই ভূত থাকে! যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ দুর্নীতি করে!  

যদি কোনো শিক্ষক তার ছাত্রীকে যৌন নির্যাতন করে! যদি কোনো শিক্ষক তার ছাত্রকে নম্বর দিতে বৈষম্য করে! যদি ছাত্রছাত্রীদের খাবারের মান নির্ধারণে টালবাহানা চলে! পরিবহন ব্যবস্থার সংকট থাকে! আবাসন সংকট থাকে!  যদি কোনো গোষ্ঠী পরিকল্পিতভাবে একটি দেশের মৌলিক আদর্শের বিরুদ্ধে তাদের নিজস্ব উগ্র আদর্শ প্রতিষ্ঠার নিমিত্তে গোপনে ছাত্রছাত্রীদের মধ্যে কাজ করে! যদি হলি আর্টিজানের হামলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আদর্শের মতো ‘আদর্শ’ বিস্তারের জন্য গোপনে কার্যক্রম চলমান থাকে!
এর সমাধান কিভাবে করবেন! কেউ কেউ এই যুক্তি দেন যে, এসব দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। দেশের প্রচলিত বিচার ব্যবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারাী বাহিনীকে কি হলের চাল-ডালের মান নির্ধারণের জন্য তৈরি করা হয়েছে বলে মনে হয়! বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কোনো গোয়েন্দা সংস্থা যে, তারা গোপনে অনুসন্ধান করবে কারা উগ্রবাদী কার্যক্রম চালায় আর কারা চালায় না! শক্তিশালী দাবি না উঠলে আপনার ক্যাম্পাসে যৌন নির্যাতনের শিকার হওয়া মেয়েটির মতো বিচার নিশ্চিত করার জন্য কি রোবট দিয়ে আন্দোলন করাবেন!

সুতরাং ‘ছাত্র রাজনীতির প্রয়োজন নেই’ বলে যারা চিৎকার করছেন, সেটিও একটি রাজনৈতিক আওয়াজ। ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করে নিষিদ্ধ রাজনীতিকে বেগবান করার একটি রাজনৈতিক পাঁয়তারা ছাড়া এটি আর কিছুই নয়। পৃথিবীর কোথাও ছাত্র রাজনীতি নেই বলে যে বয়ান দেওয়া হচ্ছে– এটি মূলত গতানুগতিক রাজনীতির বাইরে রাজনীতি সম্পর্কে প্রকৃত ধারণা না থাকা মানুষদের বয়ান।

স্বাধীনতার ৫৩ বছর পরে এসে বাংলাদেশের ছাত্র রাজনীতির ধরন কেমন হওয়া উচিত বা একুশ শতকের বাস্তবতা কিংবা চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র রাজনীতির কার্যক্রম কেমন হওয়া উচিত, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী নাগরিক তৈরি করতে হলে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। এই লেখার বিষয় সেটি নয়। এই লেখাটি মূলত ছাত্র রাজনীতি না রাখার পক্ষে প্রজন্মের একটি অংশের নানা কথাবার্তার পরিপ্রেক্ষিতে।
এরিস্টটল বলেছিলেন, ‘মানুষ মাত্রই রাজনৈতিক জীব’। সত্যিই তাই! রান্নাঘর থেকে জাতিসংঘ পর্যন্ত আমাদের যত কাজ, কথাবার্তা, বিতর্ক, আলোচনা, সমালোচনা, যুক্তি, চুক্তি, জোট, ভোটের আয়োজন হয়– সবই রাজনৈতিক বিষয়। তাছাড়া রাজনীতি করার অধিকার মানুষের সাংবিধানিক মৌলিক অধিকার। কে রাজনীতি করবে আর কে রাজনীতি করবে না, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়।

স্বায়ত্তশাসন কিংবা প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের দোহাই দিয়ে একজন মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করা ফৌজদারি অপরাধের শামিল। আবার অন্যভাবে চিন্তা করলে পৃথিবীর কোন দেশে কী আছে আর কোন দেশে কী নেই, তা দেখে আমাদের দেশে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই।
পৃথিবীর অন্যান্য দেশকে অনুসরণ করে আমাদের সিদ্ধান্ত নিতে হলে বাংলাদেশে ‘গণতন্ত্র’ নাকি ‘রাজতন্ত্র’ চলবে, নাকি ‘একনায়কতন্ত্র’ চলবে সেই সিদ্ধান্ত নেওয়াই কঠিন হয়ে যাবে। কারণ, পৃথিবীর সব দেশ গণতান্ত্রিক নয়। পৃথিবীর অন্য দেশে কী পোশাক পরে তা দেখে আমাদের সিদ্ধান্ত নিতে গেলেও ঝামেলা বাধবে। কারণ, ইউরোপের মানুষ যে ধরনের পোশাক পরেন, তুরস্ক বা সৌদি আরবের মানুষ তার ঠিক বিপরীত রকম পোশাক পরেন। সুতরাং অনুসরণ-অনুকরণ সবসময় ভালো জিনিস নয়।

আমাদের দেশের নিজস্ব ইতিহাস রয়েছে। ঐতিহ্য রয়েছে। সংস্কৃতি রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের দেশের মানুষের স্বতন্ত্র রুচিবোধ, ব্যতিক্রমী মেজাজ, স্বতন্ত্র সামাজিক ব্যবস্থা রয়েছে। সুতরাং একটি দেশের সবকিছু তাদের নিজেদের মতো করেই হওয়া উচিত।
যদি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি না থাকার মতো হয়, না থাকুক। যদি তরুণ প্রজন্ম রাজনীতির চেয়ে ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দিতে চায়, দিক। যদি রাজনৈতিক কর্মীরা পড়াশোনায় পিছিয়ে থেকে, দক্ষতা অর্জনে পিছিয়ে থেকে সমাজে পিছিয়ে পড়ে, পড়ুক। যদি রাজনীতি না-করা মানুষগুলো পড়াশোনায় এগিয়ে থেকে, দক্ষতায় এগিয়ে থেকে জীবনযুদ্ধে এগিয়ে যায়, যাক।

সেক্ষেত্রে একদিন হয়ত রাজনীতির সংস্কার হবে অথবা সবাই রাজনীতি ছেড়ে দেবে। সেটাও দিক। যুগের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যা পরিবর্তন দরকার তা স্বাভাবিকভাবেই হোক। আমরা চাই, যাই হোক, যাই ঘটুক, তা প্রাকৃতিকভাবে ঘটুক। কিন্তু রাজনীতি বন্ধ করার দাবিতে সংঘবদ্ধ বিক্ষোভ আরেকটি ‘রাজনৈতিক আন্দোলন’ ছাড়া আর কিছুই নয়!

লেখক : সাবেক সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

×