
ছবিঃ সংগৃহীত
আল জাজিরার অনুসন্ধানী ডকুমেন্টারি “৩৬ দিন জুলাই – শেখ হাসিনার সিক্রেট অর্ডার রিভিলড”-এ ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আবু সাদিক কায়েম বলেন, “আমরা তখন সহজেই ইন্টারনেট ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি বদলে যেতে থাকে, এবং আমরা বুঝতে পারি – আমাদের বিকল্প যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন।”
তিনি জানান, “তখন আমরা কিছু বাড়তি ডিভাইস, এক্সট্রা সিম সংগ্রহ করে রেখেছিলাম। যখন মাঠে আন্দোলন চলছিল, তখন শেখ হাসিনা ও তার ল এনফোর্সমেন্ট সংস্থাগুলো আমাদের ওপর গুলি চালাচ্ছিল। সেই পরিস্থিতিতে আন্দোলন সমন্বয় ও পরবর্তী দিনের কর্মসূচি নির্ধারণ করাটাই ছিল আমাদের প্রধান দায়িত্ব।”
আন্দোলনের সেই উত্তাল সময়ে ছাত্ররা শুধু রাস্তার লড়াইয়ে নয়, বরং নিজেদের মধ্যে বিকল্প নেটওয়ার্ক তৈরির মাধ্যমে সংগঠিত হয়ে সরকারবিরোধী আন্দোলনকে সক্রিয় রাখে বলে জানান আবু সাদিক।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1A4U42ZuG9/
মারিয়া