
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে সুনামগঞ্জ ভ্রমণের এক অনিন্দ্য অভিজ্ঞতা তুলে ধরেছেন।
তিনি জানান, শুক্রবারের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ছিল জুমার নামাজের পর, সেই সুযোগে তিনি সকালে ফজরের নামাজ পড়ে সুনামগঞ্জ শহর থেকে বের হন তাহিরপুরের উদ্দেশ্যে। পুরো যাত্রাপথেই প্রকৃতির এক অপূর্ব দৃশ্য তাকে মোহিত করে তোলে।
সারজিস আলম লেখেন, “এই রাস্তাটা অনিন্দ্য সুন্দর। কখনো ডানে পাহাড়, বামে হাওড়, আবার কখনো বামে পাহাড়, ডানে বিল। কোথাও আবার রাস্তার দুই পাশেই বিস্তীর্ণ জলরাশি। মেঘালয়ের পাহাড়গুলো কখনো কাছে, কখনো দূরে মনে হয়।”
সড়কপথের পর নৌপথে যাত্রা শুরু হয় তাহিরপুর থেকে। শুরু হয় নদী ও পাহাড়কে কাছ থেকে দেখার এক ভিন্ন অভিজ্ঞতা। তিনি ভ্রমণ করেছেন টাঙ্গুয়ার হাওর, টেকেরহাট, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিক্কা টিলা এবং মেঘালয়ের পাহাড়ঘেরা এলাকায়।
তিনি জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ সময় কেটেছে তার। যেকোনো বর্ষার মৌসুমে সুনামগঞ্জ ভ্রমণকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “জাদুকাটা নদী আর মেঘালয়ের পাহাড়ের কাছে যেতে ভুলবেন না।”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/15NNvPywTx/
মারিয়া