
ছবি: জনকণ্ঠ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, "সব ক্ষতির ক্ষতিপূরণ হয় না। যারা চলে গেছে—নিষ্পাপ শিশুদের জীবন—তা হাজার কোটি টাকায়ও ফেরানো সম্ভব নয়।"
আজ সকালে রাজধানীর তুরাগে মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, "যদি আজ দেশে একটি রাজনৈতিক সরকার থাকতো, তাহলে সারা দেশে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়তো। কিন্তু অনির্বাচিত সরকারের কারণে কারো কোনো জবাবদিহিতা নেই।"
সরকারের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "আপনারা অন্তর্বর্তীকালীন হন কিংবা নিরপেক্ষ সরকার—যাই হোন না কেন, দায়িত্বশীলতার পরিচয় দিন। নির্বাচনের কথা শুনলেই আপনাদের চুল দাঁড়িয়ে যায়—এমন মনোভাব চলতে পারে না।"
তিনি আরও বলেন, "সংস্কারের গান শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করছেন। এখনই সময়, একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।"
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস. এম. জাহাঙ্গীর, যুগ্ন আহবায়ক, আফাজ উদ্দিন আফাজ, কফিলউদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
আবির