
ছবিঃ সংগৃহীত
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) সভাপতি সাজ্জাদুল ইসলাম রাজনীতি থেকে সরে দাঁড়ানোর প্রতীকী ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় নড়াইলের আগদিয়া গ্রামে নিজ বাড়িতে বালতি ও গামলায় ভরা দুধ দিয়ে গোসল করে তিনি রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।
এই ঘোষণার মাধ্যমে তিনি শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগসহ ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত না হওয়ার প্রতিশ্রুতি দেন।
সাজ্জাদুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু দলটির অজ্ঞতাপূর্ণ ও স্বেচ্ছাচারী রাজনৈতিক আচরণে আমি বারবার মানসিক, শারীরিক, সামাজিক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আমি সচেতনভাবে এবং স্বেচ্ছায় এসব দল ও রাজনীতি থেকে সরে যাচ্ছি।”
তিনি আরও জানান, “সরকার পতনের পর আমার বাড়িতে হামলা-ভাঙচুর হয়েছে, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কোনো অপরাধে জড়িত না থেকেও নাশকতার মামলায় আমাকে জেল খাটতে হয়েছে। সেই সময় জেলে থাকা অবস্থায় আমার বাবা মারা যান। এসব কষ্টের অভিজ্ঞতা থেকে আজ আমি দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম। খুব শিগগিরই লিখিত পদত্যাগপত্র জমা দেব।”
মারিয়া