
ছবি: সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ফের অভিযান চালিয়েছে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার ভোরে সেনারা বেথলেহেমের দক্ষিণে অবস্থিত দেহাইশে শরণার্থী শিবিরে অভিযান চালায়।
নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, অভিযান চলাকালে সেনারা স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে সাউন্ড বোমা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় জেরুজালেম-হেবরন সড়কের একটি কিয়স্কের মালিককেও মারধর করা হয়।
একই সময়ে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের কালকিলিয়ার পূর্বে অবস্থিত কাফর কাদ্দুম গ্রামেও অভিযান চালায়। মূল প্রবেশদ্বার দিয়ে গ্রামে ঢোকে তারা।
তবে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা বাড়ি-ঘরে তল্লাশির খবর পাওয়া যায়নি।
এই অভিযানগুলো এমন সময় চালানো হচ্ছে যখন পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনীর দখল, তল্লাশি ও সহিংস কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমাগত বাড়ছে।
শেখ ফরিদ