ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বগুড়ায় আখতার

এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না

প্রকাশিত: ১৯:৪০, ৫ জুলাই ২০২৫

এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না

ছবিঃ সংগৃহীত

“বাংলাদেশে এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না”—এমন জোরালো ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়ার সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

আখতার বলেন, “ব-তে বগুড়া, ব-তে বাংলাদেশ। এই বগুড়া থেকেই গোটা বাংলাদেশে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। বগুড়ার মানুষ ১৬ বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে। ঘরে থাকতে পারেনি, খেতখামারে রাত কাটাতে হয়েছে। কিন্তু তারা মাথা নত করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তা আর কোনো চাঁদাবাজ বা ফ্যাসিবাদীর হাতে ছেড়ে দেব না।”

তিনি বলেন, “বগুড়ায় এনসিপির রাজনীতি করা কঠিন। এখানে বাধা দেওয়া হয়, ভয় দেখানো হয়। তবুও এই এলাকার মানুষ সাহস করে, প্রতিবাদ করে, সংস্কারের দাবিতে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছে। এনসিপির নেতাকর্মীরা, বিশেষ করে বগুড়ার সাহসী জনগণ প্রমাণ করেছে—আগামীর বাংলাদেশে এনসিপিকে কেউ রুখতে পারবে না।”

আখতার হোসেন আরও বলেন, “বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপির। সংসদ দখলে থাকবে এনসিপির। বগুড়ার মানুষ গোটা দেশের রাজনৈতিক পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।”

তিনি পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা—তারা গুম, খুন, নির্যাতন, দমন-পীড়ন চালিয়েছে। এরা মানবতা বিরোধী অপরাধ করেছে। আমরা তাদের বিচারের দাবি জানাই। যারা এই দলে আবার রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বগুড়াবাসী প্রতিরোধ গড়ে তুলবে।”

এসময় আখতার ‘জুলাই সনদ’-এর পক্ষে কথা বলেন এবং বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে পুরনো ব্যবস্থা ভেঙে মৌলিক সংস্কার আনতে হবে। মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরবে না। নতুন সিস্টেমের বাংলাদেশ দরকার—ক্ষমতার ভারসাম্যের নতুন কাঠামো দরকার।”

পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সাকিব মাহাদী ভাই সারাজীবন বগুড়ার মানুষের জন্য কষ্ট করেছেন। ভবিষ্যতেও তিনি প্রস্তুত আছেন। আপনারা কি তার পাশে থাকবেন? ইনশাআল্লাহ আমরা তার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।”

সভা শেষে আখতার ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে বক্তৃতা শেষ করেন।

সূত্রঃ https://youtu.be/qA0XV7Bonp4?si=sPPbnH0ARdYpgg28

ইমরান

×