ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

৪৮তম বিশেষ বিসিএসের তারিখ ঘোষণা

প্রকাশিত: ২৩:১৭, ২ জুলাই ২০২৫

৪৮তম বিশেষ বিসিএসের তারিখ ঘোষণা

সংগৃহীত

অবশেষে সেই বহু প্রতীক্ষিত ঘোষণা এল— বাংলাদেশ সরকার প্রকাশ করেছে ৪৮তম বিশেষ বিসিএসের তারিখ। দীর্ঘদিন ধরেই যে-সব তরুণ চিকিৎসক সরকারি চাকরির স্বপ্ন দেখছিলেন, আজ তাদের চোখে সত্যিই এক নতুন ভোরের আলো দেখা গেল।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, আগামী ৩০ আগস্ট ২০২৫ (শুক্রবার) অনুষ্ঠিত হবে এই বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এই বিসিএস শুধু স্বাস্থ্য ক্যাডারের জন্য, যেখানে প্রায় ২,০০০ জন সহকারী সার্জন নিয়োগ দেওয়া হবে।

মেডিকেল ডিগ্রি শেষ করেও সরকারি চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করেছেন হাজার হাজার তরুণ-তরুণী। কারও কারও পেছনে তিন বছর, কারও পাঁচ বছর সময় চলে গেছে। অনেকেই ইতিমধ্যে কোভিড ও ডেঙ্গু যুদ্ধের ‘অসহায় যোদ্ধা’। নেই স্বীকৃতি, নেই স্থায়ী পদ।

ঢাকা মেডিক্যালের এক চিকিৎসক আবেগ জড়ানো কণ্ঠে বলেন:"চাকরি না থাকলেও দায়িত্ব এড়ায়নি। দিনে ১০ ঘণ্টা কাজ করেছি, মাসে কখনো বেতন মেলেনি। আজ যখন শুনি পরীক্ষা হবে, মনে হয় সব না পাওয়া ভুলে যাওয়ার মতো কিছু সামনে অপেক্ষা করছে।"

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের গড় শূন্যতার হার ৩৫ শতাংশের বেশি। ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এই বিসিএস সেই সংকট কমাতে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

  •  
  • আবেদনের শেষ সময়: (ইতোমধ্যে শেষ হয়েছে)
  • বিষয়: শুধু চিকিৎসক (সহকারী সার্জন) পদে নিয়োগ
  • প্রবেশপত্র: শিগগিরই পাওয়া যাবে www.bpsc.gov.bd

৪৮তম বিশেষ বিসিএস শুধু একটি নিয়োগ পরীক্ষা নয়, এটি হাজারো তরুণ চিকিৎসকের জীবনে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ। যারা বছর ধরে দিশেহারা, অবহেলিত ও ‘কন্ট্রাকচুয়াল’ অনিশ্চয়তায় দিন কাটিয়েছেন তাদের কাছে এটি যেন আলোর টানেল শেষে প্রথম সূর্যরশ্মি।

সরকার যদি স্বচ্ছ ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, তবে শুধু চাকরির সুযোগই নয়, দেশের স্বাস্থ্যখাতও এক নতুন গতি পাবে।

হ্যাপী

×