
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম পথসভায় দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, “আপনারা ২৪ এ যেভাবে প্রতিরোধ করেছিলেন, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি—সেই স্বপ্ন বাস্তবায়নেও চট্টগ্রাম থেকে একই ধরনের সমর্থন পাব, সেই আস্থা নিয়েই আমরা এসেছি। আপনাদের দুর্গ, আপনাদের প্রতিরোধ—আপনারা ধরে রাখবেন।”
তিনি বলেন, “আজ আমরা আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি নতুন বাংলাদেশ নিয়ে—কেমন সংস্কার চাই, কেমন সংবিধান চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যা শুধু ক্ষমতাসীনদের নয়, হবে সাধারণ জনগণের। ক্ষমতায় যারা থাকবেন, তারা যেন শুধুমাত্র কিছু গোষ্ঠীর কাছে নয়, বরং জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হন—সেই নিশ্চয়তা থাকবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে।”
ডা. তাসনিম আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে পুলিশ বা প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ ন্যায্য বিচার পাবে। কেউ যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সুশিক্ষা সবার জন্য নিশ্চিত হয়, এবং প্রয়োজন অনুযায়ী চাকরি বা কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।”
সূত্র: https://www.youtube.com/watch?v=Ras98wRc3hg
এএইচএ