
ছবি : সংগৃহীত
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান জানিয়েছেন, আগামী ডিসেম্বর ২০২৫ থেকে বাংলাদেশ অনলাইন ভিসা কার্যক্রম চালু করতে যাচ্ছে, যাতে করে আবেদনকারীরা আরও সহজে ও দ্রুত ভিসা সুবিধা পেতে পারেন।
শনিবার (১৭ মে) লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
হাইকমিশনার বলেন, “বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার দিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা প্রদান কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, যা দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় জিটিসিসিআই সভাপতি বাউ মুনির, সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফফর বাংলাদেশের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, অনলাইন ভিসা চালুর মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে।
বাংলাদেশের এই পদক্ষেপ
আঁখি