
ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে ‘ফ্যাসিবাদের পতন’ স্লোগানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এই স্লোগান সংবলিত একটি পোস্ট করেন।
তিনি লেখেন: “শাহবাগে ফ্যাসিবাদের পতন-ধ্বনি।”
এই পোস্টের নিচে মন্তব্যকারীরা বিভিন্ন মতামত প্রকাশ করেন। কেউ বলেন, “ফ্যাসিবাদ নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ।”
আরেকজন লেখেন, “ইনকিলাব জিন্দাবাদ, শাহবাগী ফ্যাসিবাদ মুর্দাবাদ।”
কেউ কেউ ঐক্যের আহ্বান জানিয়ে মন্তব্য করেন, “নিজেদের মধ্যে বিভাজন হইয়েন না, ঐক্য ধরে রাখুন।”
এছাড়া আরও একটি মন্তব্য ছিল, “নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ।”
এএইচএ