
ছবি: সংগৃহীত
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের উন্নয়নে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। প্রশংসা করেন তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা, প্রকল্প ও দক্ষতাকে।
তিনি উল্লেখ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক সমাধানে আগ্রহী করে তোলে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে। তিনি সকল বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং বলেন, তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। শুক্রবার (৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন ডে এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন, উদ্বোধনী অতিথি হিসেবে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আশরাফুল হক, সম্মাননীয় অতিথি হিসেবে দক্ষিণ কোয়িার সোল গেটওয়ে কর্পোরেশনের বাংলাদেশ প্রেসিডেন্ট ও সিইও জে কে মুন, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মোঃ কামরুজ্জামান লিটু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমাদের গবেষণার জন্য ফান্ডের সল্পতা আছে। কিন্তু কাজে করতে আগ্রহী হলে কোন কিছুই প্রতিবন্ধকতা হয়না। শিক্ষার্থীদেরকে এ.আই প্রযুক্তির উপর গবেষণা করার জন্য আহ্বান জানান। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারলে চাকরির কোন অভাব হবেনা বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্বাগত বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিঃ বিভাগের এডভাইজর অধ্যাপক ড. এস.এম মোস্তফা আল মামুন। ভোট অব থ্যাংকস প্রদান করেন ইভেন্ট অর্গানাইজিং চেয়ার ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশীষ কুমার ভট্টাচার্য্য
আলীম