ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মুক্তির পর খোঁজ নিয়ে জানলাম জালিমরা সব পুড়িয়ে ফেলেছে: আমান আযমী

প্রকাশিত: ২১:০৬, ৭ মে ২০২৫

মুক্তির পর খোঁজ নিয়ে জানলাম জালিমরা সব পুড়িয়ে ফেলেছে: আমান আযমী

ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, স্কুলজীবন থেকেই আমি লেখালেখি করি। দেয়াল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে।

সামরিক বাহিনীর চাকরিতে কত অসংখ্য গবেষণা পত্র লিখেছি তা হিসেব করে শেষ করা যাবে না।

সেই ধারা বজায় রেখে বন্দী জীবনে প্রায় ৬৫টি বই লিখেছিলাম। অধিকাংশই অসম্পূর্ণ ছিল কারণ চুড়ান্ত কাজ সম্পন্ন করার জন্য কিছু রেফারেন্স দরকার ছিল। পাণ্ডুলিপি প্রায় তিন হাজার পৃষ্ঠা হবে।

আমার এত কষ্টের জীবনের দিনরাত না ঘুমিয়ে (ঘুম তো হতোই না) এত কষ্টের সব লেখালেখি জালিমরা ৩১ মে ২০২১ তারিখে আমার সেল এর রুম থেকে নিয়ে যায়। মুক্তির পর খোঁজ নিয়ে জানলাম জালিমরা সব পুড়িয়ে ফেলেছে। 

কত অমানুষ হতে পারে জালিমরা!

 

সূত্রঃ https://www.facebook.com/share/1FksAJyEQC/

রিফাত

×