ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চিফ প্রসিকিউটর

চায়না রাইফেল দিয়ে জুলাই বিপ্লবীদের ফায়ার করার নির্দেশ দেয় হাসিনা, অডিও রেকর্ডে মিলেছে প্রমাণ

প্রকাশিত: ১৬:৫৩, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৫৮, ২১ এপ্রিল ২০২৫

চায়না রাইফেল দিয়ে জুলাই বিপ্লবীদের ফায়ার করার নির্দেশ দেয় হাসিনা, অডিও রেকর্ডে মিলেছে প্রমাণ

ছবিঃ সংগৃহীত

পুলিশ কমান্ড সেন্টার থেকে সবাইকে বলা হয়েছিল "ফায়ার করো", এবং শেখ হাসিনার কাছ থেকে এ নির্দেশ এসেছে—এমন তথ্য তুলে ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার নির্দেশটি যে পুলিশ বাহিনীর গ্রাউন্ড লেভেলের ফোর্সের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তার মাধ্যমে একটি কমন রেসপনসিবিলিটি বা যৌথ দায়দায়িত্ব প্রমাণিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এ সংক্রান্ত দুটি অডিও রেকর্ড দাখিল করা হয়েছে, যার মধ্যে একটি হলো শেখ হাসিনার কল রেকর্ড। উক্ত রেকর্ডে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেন।

এ ছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এই নির্দেশনার আলোকে ওয়ারলেসের মাধ্যমে পুলিশ বাহিনীকে ‘সিআর’ অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে ‘জুলাই বিপ্লবীদের’ হত্যা করার নির্দেশ দেন বলে উল্লেখ করা হয়। তার সেই অডিও রেকর্ডটিও পরীক্ষা করে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যেসব পুলিশ সদস্য নিচের সারিতে ছিলেন, তারা সরাসরি মারণাস্ত্র দিয়ে গুলি করেছেন— তা শর্টগান নয় বরং রাইফেল জাতীয়। আর যারা উপরের স্তরে ছিলেন, তারা মাঠে থেকে কমান্ড দিয়েছেন। এর মধ্যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সুদ্বীপ কুমার ফিজিক্যালি উপস্থিত থেকে বাহিনীকে নির্দেশ দিয়েছেন এবং তাদের উপস্থিতির প্রমাণ ভিডিওতেও পাওয়া গেছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/1AYQmubKCs/

মারিয়া

×