ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাষ্ট্র সংস্কারে ১২০টি প্রস্তাবে একমত এলডিপি: কর্নেল অলি

প্রকাশিত: ২০:৩৬, ২০ মার্চ ২০২৫

রাষ্ট্র সংস্কারে ১২০টি প্রস্তাবে একমত এলডিপি: কর্নেল অলি

ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১২০টি বিষয়ে একমত ব্যক্ত করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বৃহস্পতিবার, জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সংলাপে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদ জানান, কমিশনের ১৬৬টি প্রস্তাবনার বাকি ৪২টি বিষয়ে একমত হয়নি, দুটিতে আংশিক একমত এবং দুটি বিষয়ে অস্পষ্টতা রয়ে গেছে।

আন্তঃসংলাপের সুযোগে বড় রাজনৈতিক দলগুলোর সাড়া পাওয়াকেই ইতিবাচক হিসেবে বিবেচনা করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

কর্নেল অলি জানান, "মোট প্রস্তাব ছিল আপনাদের পক্ষ থেকে ২৬টি। আমরা ১১টি প্রস্তাবে একমত হয়েছি, ১৫টি প্রস্তাবে একমত নই। কোনো প্রস্তাবে আংশিক একমতের অবস্থা নেই। নির্বাচন কমিশনের কাগজপত্র অনেকটাই দুর্বল ছিল। আপনারা আরো বিস্তারিতভাবে বিষয়গুলো দেখতে পারতেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, আর সব কাগজপত্র সংগ্রহ করলে একটি সমন্বিত সামারি তৈরি করা সহজ হতো।"

এই মতবিনিময়ের মাধ্যমে জানা যায়, রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের ধারাবাহিকতা এবং আলোচনার গুরুত্ব নিয়ে রাজনৈতিক মঞ্চে আরও আলোচনা আশান্বিত।

আবীর

×