
ছবি: সংগৃহীত
বগুড়ার মহাস্থানগড় উত্তরপাড়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় সাংবাদিক মাহফুজ মন্ডলের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) অনুষ্ঠিত এই আয়োজনে ধর্মীয় শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন। তিনি বলেন, "এ ধরনের আয়োজন শুধু ইফতার মাহফিলে সীমাবদ্ধ নয়, বরং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়।" সাংবাদিক মাহফুজ মন্ডলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল হোসেন মন্ডল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য মুহাম্মাদ আবু মুসা, মাদ্রাসার মোতাহমিম আব্দুল কাইয়ুম, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান মিটু, সাংবাদিক গোলাম রব্বানী শিপন, সাংবাদিক জহুরুল ইসলাম সৈকত, হাইস্কুল শিক্ষক আবু বকর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত অতিথিরা এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন। আয়োজক সাংবাদিক মাহফুজ মন্ডল বলেন, "আমাদের উচিত সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। এ ধারা অব্যাহত রাখতে চাই।" এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও গ্রহণ করা হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
মেহেদী হাসান