ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

নতুন নোটে শেখ মুজিবের ছবি, পলাতক গভর্নরের সই

প্রকাশিত: ১৯:১০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

নতুন নোটে শেখ মুজিবের ছবি, পলাতক গভর্নরের সই

ছবি: সংগৃহীত।

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে নতুন ৫, ২০ এবং ৫০ টাকা মূল্যের নোট বাজারে আসবে। এসব নতুন নোটে থাকছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি। তবে, শোনা যাচ্ছে যে, নতুন নোটের মধ্যে ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটও বাজারে আসবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের ডিজাইন অনুযায়ী, পলাতক সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের ছবি থাকবে। তবে, শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে আগামী এপ্রিলের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহে নতুন নোট বাজারে আসবে। আর্থিক খাত বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যয় সাশ্রয়ে অন্তর্বর্তী সরকারের উচিত পূর্বের নকশার টাকায় বাজারে ছাড়া।

এছাড়া, শেখ হাসিনার ক্ষমতা চ্যুতির পর দেশব্যাপী শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিশ্ববিদ্যালয়সহ অর্ধশতাধিক স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। আওয়ামী সরকারের ফ্যাসিবাদী শাসনের আয়কনা আখ্যা দিয়ে ধানমন্ডি ৩২-এর বাড়িটি, যা ছিল শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর, ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। তার অসংখ্য ভাস্কর্য ও মূর্তিও ধ্বংস করা হয়েছে। তবে, এখনো দেশের সবকটি নোট ও সঞ্চয় মুদ্রায় শেখ মুজিবুর রহমানের ছবি শোভা পাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হাসান খান বলেন, "বিদ্যমান ডিজাইনের নোটগুলো প্রায় সমাপ্ত ছিল। এত বিপুল পরিমাণ নোট বাতিল করা সম্ভব ছিল না, তাই এই মুহূর্তে বর্তমান নোটগুলোই বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

শেখ মুজিবের ছবি বাদ দিয়ে আগামী জুলাইয়ে নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। নতুন গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরে নতুন নোটগুলো বাজারে আসবে বলে জানান আরিফ হাসান খান।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যয় সাশ্রয়ের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নকশা পরিবর্তন করে নতুন নোট বাজারে আনা অর্থের অপচয় হতে পারে।

বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, "নকশা পরিবর্তন করা অপ্রয়োজনীয় খরচ। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৪ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক দ্বারা ইস্যুকৃত নোটের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ১৩৪১ কোটি টাকা, এর মধ্যে ২ লাখ ৭৬,৪৫৬ কোটি টাকা ব্যাংক খাতের বাইরে রয়েছে। তবে, ডিসেম্বর শেষে ব্যাংকের বাইরে থাকা প্রায় ১৪,০০০ কোটি টাকা ব্যাংকে ফিরে এসেছে, ফলে বর্তমানে ব্যাংকে থাকা নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২,৪৮৫ কোটি টাকা।

সূত্র: https://www.youtube.com/watch?v=Cp3DETdHGLc&ab_channel=EkattorTV

নুসরাত

×