ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

ছাত্র-জনতার তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও

প্রকাশিত: ০৩:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্র-জনতার তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও

ছবি : সংগৃহীত

এবার  ছাত্র-জনতার তোপের মুখে অফিস ছাড়লেন দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার ইউএনও।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এবার  ছাত্র-জনতার তোপের মুখে অফিস ছাড়লেন দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার এক উপজেলা নিবার্হী অফিসার। 

এসময় ছাত্রজনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঐ ভিডিওতে বলতে শোনা য়ায়,  উঠে যাবে, উনি উঠে যাবে। আপনি থাকেন, থাকেন প্লিজ। উনি উঠে যাবে। নিয়ে বের হন। আপনি উনাকে নিয়ে বের হন। লোক সরেন। হ্যাঁ, হ্যাঁ আগে পিছে উনাকে নিয়ে বের হন আপনি। তালা দেন। তালা দেন।

‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দুর্নীতির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। ঘুষখোরের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। ঘুষখোরের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন।’ এ সকল স্লোগান দিতে শোনা যায়। এছাড়া,  ভুয়া, ভুয়া, ভুয়া, ভুয়া, ভুয়া, ভুয়া স্লোগানে ভরে উঠে দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার ইউএনও অফিস।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=00Ub63Y7IrQ

মো. মহিউদ্দিন

×