ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে সাদপন্থীদের কাছে টঙ্গীর ইজতেমা মাঠ হস্তান্তর

নূরুল ইসলাম, টঙ্গী, গাজীপুর।।

প্রকাশিত: ১৫:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে সাদপন্থীদের কাছে টঙ্গীর ইজতেমা মাঠ হস্তান্তর

ছবিঃ জনকণ্ঠ

রবিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা মাঠ সাদপন্থীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর জেলা প্রশাসনের কেন্দ্রীয় সম্বনয় কেন্দ্রে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত থেকে গাজীপুর এডিসি ওয়াহিদ হোসেন মাঠ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন করেন। বিশ্ব ইজতেমা মাঠের মেরামত প্রস্তুতি শেষে সাদপন্হীরা ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করবেন। এসময় উপস্থিত ছিলেন সাদপন্হীদের অন্যতম মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। 


তাবলীগ জামাতের বিবদমান দুই গ্রুপের শুরায়ে নেজাম তথা জোবায়ের পন্থীরা দুই দাপে টানা ৬ দিন ইজতেমা শেষে ৬ ফেব্রুয়ারি গাজীপুর জেলা প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করেন। ৩ দিন পর রবিবার জেলা প্রশাসন তাদের জিম্মা থেকে তা সাদপন্হীদের কাছে বুঝিয়ে দেন। মাঠ হস্তান্তর অনুষ্ঠানে অন্যন্যর মধ্যেএ আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, ফিরোজ আল মামুন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন।


সাদপন্হী তথা নিজাম উদ্দিন অনুসারীদের পক্ষে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহ মোহাম্মদ মুহিববুল্লাহ, ডক্টর রেজাউল করিম, ডক্টর আব্দুস সালাম, মনির হোসেন, আব্দুল হান্নান, বশির আহমেদ সিকদার, হারুন অর রশিদ, সিরাজ শিকদার, আসাদুল্লাহ, মোহাম্মদ মিল্লাত হোসেন. মোহাম্মদ আসলাম, মোহাম্মদ হোসেন এবং সাদপন্মিহীদের অন্যতম মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।


উল্লেখ করা যেতে পারে তাবলীগ জামাতের বিবদমান দুই গ্রুপ শুরায়ে নেজাম, সাদপন্হীদের ইজতেমা মাঠে জোড় ইজতেমা করতে না দেওয়ার ঘোষণায় গত ১৮ ডিসেম্বর ভোররাতে ইজতেমা মাঠে হামলা সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে শুরায়ে নেজাম টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্হীদের ইজতেমা করতে না দেওয়ার ঘোষণায় সাদপন্হীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠান অনিশ্চয়তায় পড়ে। পরবর্তীতে রাস্ট্রিয় হস্তক্ষেপে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সাদপন্হীদের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠান নিশ্চিত করা হয়।
 

জাফরান

×