
ছবিঃ সংগৃহীত
সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে, গতকাল (মঙ্গলবার) আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ফরিদ আহাম্মদকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফরিদ আহাম্মদকে গত ৩১ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন (পিআরএল) সুবিধা পাবেন।
নতুন সচিব হিসেবে আবু তাহের মো. মাসুদ রানার নিয়োগের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো।
জাফরান