![দূষণে শীর্ষে ঢাকা দূষণে শীর্ষে ঢাকা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/02-2412090350.jpg)
ছবি: সংগৃহীত
ঢাকার বায়ুদূষণ শীতকালে প্রায়ই মারাত্মক পর্যায়ে পৌঁছায়। এবারের শীতেও একই চিত্র দেখা যাচ্ছে। আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা ৩৯ মিনিটে বায়ুর মান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর ৩০৫। এই মানকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
একই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো (স্কোর ২১১)। তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৮০ স্কোর) এবং চতুর্থ স্থানে ইরানের বাগদাদ (১৭৯ স্কোর)।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, একিউআই স্কোর ০-৫০ হলে তা ভালো, ৫১-১০০ হলে মাঝারি, এবং ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বায়ুদূষণ শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বাদের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি শ্বাসকষ্ট, কাশি, ফুসফুসের সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি বাড়ায়।
ঢাকার বায়ু দূষণের প্রধান কারণ হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনের বায়ুর মান নির্ধারণ করে দূষিত শহরের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে শহরের বাতাস কতটা দূষিত বা নির্মল, তা জানা যায় এবং মানুষের জন্য সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির পূর্বাভাস পাওয়া যায়।
মেহেদী কাউসার