ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১০:৪২, ৮ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশকে বিশ্বব্যাপী জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে ভারতীয় মিডিয়াগুলো পরিকল্পিত প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।

গত রোববার (১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছরের পথচলা উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, "গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতীয় গণমাধ্যমগুলো অসন্তুষ্ট। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত করতে প্রোপাগান্ডা চালাচ্ছে। এটি অত্যন্ত অনৈতিক।"

তিনি আরও বলেন, "৫ আগস্টের পর কিছুদিন দেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকলেও এখন স্থিতিশীলতা ফিরে এসেছে। ভারতীয় গণমাধ্যমের এ ধরনের প্রচারণা দুই দেশের সম্পর্কের জন্য সুখকর নয়।"

অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "১৯৯০ সালের পর গণতন্ত্র এলেও রাজনৈতিক স্বজনপ্রীতি, বিরোধী মতের দমন, সন্ত্রাসীদের রাজনীতিতে স্থান দেওয়া এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণের সংস্কৃতি বজায় রয়েছে। মানুষ বদলালেও মানসিকতা বদলায়নি।"

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গত ১৫ বছরে কোনো কার্যকর সংযোগ তৈরি হয়নি। এখন সংযোগের সময় এসেছে।"

মেহেদী কাউসার

×